25 Nov 2017 : Sylhet, Bangladesh :

সুনামগঞ্জ 13 April 2017 সার্ভিস ক্লাব  (পঠিত : 607) 

অন্ন ও বস্ত্র এর দাবীতে শালøায় মানব বন্ধন

অন্ন ও বস্ত্র এর দাবীতে শালøায় মানব বন্ধন
     

হাবিবুর রহমান হাবিব,শালøা (সুনামগঞ্জ) থেকেঃ
সুনামগঞ্জের শালøা উপজেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের রা¯Íায় ৯ এপ্রিল উপজেলার সর্ব¯Íরের জনতা,মুক্তিযোদ্ধা সংসদ শালøা, বিভিন্ন শিÿা প্রতিষ্ঠানের শিÿক-শিÿার্থী ও জনপ্রতিনিধী গণের অংশগ্রহণে-অকাল বন্যায় ফসল হানীতে উপজেলাকে দূর্গত অঞ্চল হিসেবে ঘোষনার দাবীতে,মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আর্কষন ক্রমে এক সুদীর্ঘ মানব বন্ধন অনুষ্টিত হয়।
মানব বন্ধনে আগত বিভিন্ন শ্রেণীর পেশার লোকজন তাদের নিজ-নিজ ব্যানারে দাড়িয়ে থেকে,অশ্রæ সিক্ত নয়নে শালøাকে দূর্গত অঞ্চল ঘোষনার দাবী জানান। পরে তারা অন্ন চাই-বস্ত্র চাই এ প্রতিপাদ্য শেøাগানে উপজেলা সদরের বিভিন্ন রা¯Íায় শান্তি পূর্ণ মিছিল করেন।
উক্ত মানব বন্ধন অনুষ্ঠানে জেলা আওয়মীলীগ নেতা ও শালøা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাড.অবনী মোহন দাস,শালøা উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুস সাত্তার মিয়া, শালøা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গোপিকা রঞ্জন দাস,শালøা কলেজের অধ্যাÿ আব্দুস শহীদ,হবিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিবেকান্দ মজুমদার বকুল,বাহাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিধান চন্দ্র চেীধুরী,শালøা উইনিয়ন পরিষদের চেয়ারম্যান জামান চেীধুরী,শাহীদআলী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিÿক আরিফ মুহাম্মদ দুলাল,গোবিন্দ্র চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিÿক মহিপাল দাশ মিল্টন,বিয়াম ল্যাবরেটরী স্কুলের অধ্যাÿ এ্যাড.দিপু রঞ্জন দাস,শালøা প্রেস ক্লাব সভাপতি বাদল চন্দ্র দাস,বাহাড়া ইউনিয়ন আওয়ামীলিগের সাবেক সাধারন সম্পাদক করুনা সিন্দু দাস-প্রমুখ। মানব বন্ধনে অংশ গ্রহন করে শালøা উপজেলাকে দূর্গত অঞ্চল হিসেবে দাবী করেন।

আরোও ছবি

অন্ন ও বস্ত্র এর দাবীতে শালøায় মানব বন্ধন

Free Online Accounts Software