21 Aug 2017 : Sylhet, Bangladesh :

সিলেট 11 March 2017 সাইক্লিং  (পঠিত : 2484) 

ব্যতিক্রমী এক পথ উৎসব আয়োজন করতে যাচ্ছে সিলেটের সাইক্লিস্টরা

ব্যতিক্রমী এক পথ উৎসব আয়োজন করতে যাচ্ছে সিলেটের সাইক্লিস্টরা
     

এক্সপ্রেস ডেস্ক:- বর্তমান সময়ে সাইকেল অন্যতম প্রিয় বন্ধু। প্রিয় দ্বি-চক্রযান । একজন সাইক্লিস্ট এর জন্য সাইকেলই তার স্বাধীনতা। সকলই সাইক্লিং পছন্দ করে । এ আর নতুন করে বলার কিছু নয় ।
সৌহার্দ ও সম্প্রীতির এই রূপলাবণ্যের শহর সিলেট । রাস্তায় নামলেই সাইক্লিস্টদের দেখা হয়ে যায় পরিচিত কোন না কোন সাইক্লিস্ট বা সাইক্লিং টিমের সাথে। বর্তমান সময়ে সাইক্লিং সবার অনেক পছন্দের বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিধায় স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে পাড়া মহল্লার বন্ধুরা মিলে সিলেটে বেশ কয়েটি সাইক্লিং টিম সংগঠিত হয়েছে । এটি অত্যন্ত ইতিবাচক একটি বিষয়, সুনিয়ন্ত্রিত ও সৌহার্দপূর্ণ সাইক্লিং এর জন্য ।
মার্চ মাস স্বাধীনতার মাস। এ মাসেই এসেছে আমাদের প্রিয় মাতৃভূমির স্বাধীনতার ঘোষণা ।
আসছে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবসে কয়েকটি সাইক্লিং গ্রুপ মিলে আয়োজন করতে যাচ্ছে নতুন মাত্রায় এক সাইকেল র্যালি । যেখানে সিলেটের সকল সাইকেল যোগদান করতে পারবেন।
এই ইভেন্টে থাকবে নানাবিধ চমকপ্রদ আয়োজন । প্রতিবছরই সাইকেল নিয়ে র‍্যালি হয় স্বাধীনতা দিবসে। এবছরও সেই ধারাকে অব্যাহত রেখে নতুন করে সংযুক্ত করা হয়েছে সাইকেল নিয়ে পথ উৎসব। এই পথ উৎসব মাতাবে সাইক্লস্টরা। এই আয়োজন রিকাবিবাজার থেকে শুরু করে দক্ষিণ সুরমা হয়ে টিলাগড় ইকোপার্কে গিয়ে শেষ হবে। ব্যতিক্রমী এই আয়োজনে যোগ দিতে ২৬ শে মার্চ বেলা ২:৩০ টায় সাইকেল নিয়ে হাজির হয়ে যাবেন রিকাবিবাজার পয়েন্ট কাজী নজরুল অডিটোরিয়ামের বিপরীত পাশে। ব্যতিক্রমী এই আয়োজনে সঙ্গী হোন আপনিও। বিজ্ঞপ্তি

আরোও ছবি

ব্যতিক্রমী এক পথ উৎসব আয়োজন করতে যাচ্ছে সিলেটের সাইক্লিস্টরা


   অন্য পত্রিকার সংবাদ  অভিজ্ঞতা  আইন-অপরাধ  আত্মজীবনি  আলোকিত মুখ  ইসলাম ও জীবন  ঈদ কেনাকাটা  উপন্যাস  এক্সপ্রেস লাইফ স্টাইল  কবিতা  খেলাধুলা  গল্প  ছড়া  দিবস  দূর্ঘটনা  নির্বাচন  প্রকৃতি পরিবেশ  প্রবাস  প্রশাসন  বিবিধ  বিশ্ববিদ্যালয়  ব্যক্তিত্ব  ব্যবসা-বাণিজ্য  মনের জানালা  মিডিয়া ওয়াচ  মুক্তিযুদ্ধ  যে কথা হয়নি বলা  রাজনীতি  শিক্ষা  সমসাময়ীক বিষয়  সমসাময়ীক লেখা  সমৃদ্ধ বাংলাদেশ  সাইক্লিং  সাক্ষাৎকার  সাফল্য  সার্ভিস ক্লাব  সাহিত্য-সংস্কৃতি  সিটি কর্পোরেশন  স্বাস্থ্য  স্মৃতি  হ য ব র ল  হরতাল-অবরোধ