21 Aug 2017 : Sylhet, Bangladesh :

সিলেট 3 March 2017 সাইক্লিং  (পঠিত : 2274) 

আয়োজিত হলো সাইকেল ট্রাভেলার্স অব সিলেটের ৫০ তম ফ্রাইডে ফান

আয়োজিত হলো সাইকেল ট্রাভেলার্স অব সিলেটের ৫০ তম ফ্রাইডে ফান
     

হাটি হাটি পা পা করে ৫০ তম ফ্রাইডে ফান রাইড করলো সাইকেল ট্রাভেলার্স নামে ফেসবুক ভিত্তিক সংগঠন। কিছু কিছু সংখ্যা অবশ্যই আলাদ, তাই ৫০ তম রাইডটি তাদের কাছে বিশেষ কিছু। এই রাইডটিকে স্মরণীয় করে রাখতে তাই তাদের বিশেষ উদ্যোগ।
নাগরিক সংগঠন "সম্মিলিত সামাজিক আন্দোলন" এর সাথে সমন্বয় করে আমরা দিনটি বিশেষ করে তুলছে। "হকার মুক্ত ফুটপাত" এবং "জংগিবাদ মুক্ত দেশ" এই শ্লোগানকে সামনে রেখে সাইকেল র্যালী এবং সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন আয়োজন করে।
শুক্রবার বিকাল ৩:৩০ টায় রিকাবিবাজার পয়েন্ট থেকে র‍্যালি শুরু করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।
৫৫ জন সাইক্লিস্টের উপস্থিতির মধ্য দিয়ে সাইকেল র‍্যালি এবং মানব বন্ধন শেষে নগরীর একটি রেষ্টুরেন্টে গিয়ে কেক কেটে ৫০ তম ফ্রাইডে ফান রাইড উদযাপন করে।
সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং শান্তিপূর্ণ ভাবে আয়োজনটি সমাপ্ত করতে পারায় সবাইকে ধন্যবাদ জানিয়েছেন সাইকেল ট্রাভেলার্স অব সিলেট সঞ্চালকবৃন্দ।


   অন্য পত্রিকার সংবাদ  অভিজ্ঞতা  আইন-অপরাধ  আত্মজীবনি  আলোকিত মুখ  ইসলাম ও জীবন  ঈদ কেনাকাটা  উপন্যাস  এক্সপ্রেস লাইফ স্টাইল  কবিতা  খেলাধুলা  গল্প  ছড়া  দিবস  দূর্ঘটনা  নির্বাচন  প্রকৃতি পরিবেশ  প্রবাস  প্রশাসন  বিবিধ  বিশ্ববিদ্যালয়  ব্যক্তিত্ব  ব্যবসা-বাণিজ্য  মনের জানালা  মিডিয়া ওয়াচ  মুক্তিযুদ্ধ  যে কথা হয়নি বলা  রাজনীতি  শিক্ষা  সমসাময়ীক বিষয়  সমসাময়ীক লেখা  সমৃদ্ধ বাংলাদেশ  সাইক্লিং  সাক্ষাৎকার  সাফল্য  সার্ভিস ক্লাব  সাহিত্য-সংস্কৃতি  সিটি কর্পোরেশন  স্বাস্থ্য  স্মৃতি  হ য ব র ল  হরতাল-অবরোধ