22 Aug 2017 : Sylhet, Bangladesh :

সিলেট 1 March 2017 হরতাল-অবরোধ  (পঠিত : 889) 

পরিবহন ধর্মঘট প্রত্যাহার

     

সিলেট এক্সপ্রেস ডেস্ক: প্রায় সাড়ে ৩২ ঘন্টা শেষে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

বুধবার দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সাথে এক বৈঠক শেষে পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ সারাদেশে পালিত এ কর্মসূচী প্রত্যাহার করে নেন।

সিলেটসহ সারাদেশে বুধবার আড়াইটা থেকে আবার রাজপথে যানবাহন চলতে শুরু করেছে।

একজন ড্রাইভারকে আদালত ফাঁসির আদেশ দিলে সারাদেশে একযোগে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেয় পরিবহন শ্রমিক সংগঠনগুলো। মঙ্গলবার সকাল ৬টা থেকে তারা রাস্তায় নেমে আসে।

তারা কোন ধরনের যানবাহন চলতে দেয়নি। ধর্মঘটের সময় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশ এবং সাধারণ জনগনের সাথে তারা সংঘর্ষে লিপ্ত হয়।

প্রায় সাড়ে ৩২ ঘন্টা অবর্ণনীয় দুর্ভোগ শেষে সরকারের হস্তক্ষেপে পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।


   অন্য পত্রিকার সংবাদ  অভিজ্ঞতা  আইন-অপরাধ  আত্মজীবনি  আলোকিত মুখ  ইসলাম ও জীবন  ঈদ কেনাকাটা  উপন্যাস  এক্সপ্রেস লাইফ স্টাইল  কবিতা  খেলাধুলা  গল্প  ছড়া  দিবস  দূর্ঘটনা  নির্বাচন  প্রকৃতি পরিবেশ  প্রবাস  প্রশাসন  বিবিধ  বিশ্ববিদ্যালয়  ব্যক্তিত্ব  ব্যবসা-বাণিজ্য  মনের জানালা  মিডিয়া ওয়াচ  মুক্তিযুদ্ধ  যে কথা হয়নি বলা  রাজনীতি  শিক্ষা  সমসাময়ীক বিষয়  সমসাময়ীক লেখা  সমৃদ্ধ বাংলাদেশ  সাইক্লিং  সাক্ষাৎকার  সাফল্য  সার্ভিস ক্লাব  সাহিত্য-সংস্কৃতি  সিটি কর্পোরেশন  স্বাস্থ্য  স্মৃতি  হ য ব র ল  হরতাল-অবরোধ