24 Jan 2018 : Sylhet, Bangladesh :

সুনামগঞ্জ 17 February 2017 সমৃদ্ধ বাংলাদেশ  (পঠিত : 2326) 

ডলুরা শুল্ক ষ্টেশন জাতীয় অর্থনীতিতে অনেক বড় ভূমিকা রাখবে

ডলুরা শুল্ক ষ্টেশন জাতীয় অর্থনীতিতে অনেক বড় ভূমিকা রাখবে
     

সালেহ আহমদ হৃদয়, সুনামগঞ্জ প্রতিনিধিঃ:
জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও সিনিয়র সচিব নজিবুর রহমান বলেন, সুনামগঞ্জ সব সময় সম্ভবনাময় ছিল এবং এ জেলা ব্যবসার জন্য অনেক সম্ভবনাময়। ডলুরায় শুল্ক ষ্টেশন স্থাপন হলে সুনামগঞ্জের অনেক অর্থনৈতিক উন্নতি ঘটবে। ডলুরা শুল্ক ষ্টেশন জাতীয় অর্থনীতিতে অনেক বড় ভ‚মিকা রাখবে। এই শুল্ক ষ্টেশন চালু করার জন্য আমি সব ধরণের সহযোগিতা করব। এখানে শুল্ক ষ্টেশন হলে অনেক বেকার যুবকের কর্মসংস্থান হবে। ভারতের শিলং সহ বিভিন্ন জায়গার দুরত্ব এই দিকে অনেক কম সে জন্য দুই দেশের ব্যবসায়ীরাও অনেক লাভবান হবেন। ভারতে পররাষ্ট সচিব বাংলাদেশে আসার কথা রয়েছে। তিনি আসলে তার সাথে কথা বলব এই শুল্ক ষ্টেশনটি দ্রæত কি ভাবে চালু করা যায়। এখানে নদী পথ ও সড়ক পথ দুটিই রয়েছে। নদীর নব্যতা যেহেতু কমে গেছে তাই এটি ডেজিং করার সংশিøষ্ট বিভাগকে আমি অনুরোধ করব।
শুক্রবার সকাল সাড়ে ১১টায় সুনামগঞ্জ সদর উপজেলার ভারতীয় সীমান্তবর্তী ইউনিয়ন জাহাঙ্গীর নগরের ডলুরা গ্রামে সুনামগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এ সব কথা বলেন ।
সুনামগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের সভাপতি খাইরুল হুদা চপলের সঞ্চলনায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৪ আসনের সাংসদ পীর ফজলুর রহমান মিছবাহ্, জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, ২৮ বডার গার্ড ব্যাটেলিয়নের অধিনায়ক লে.কর্ণেল নাসির উদ্দিন, সহকারি পুলিশ সুপার সঞ্জয় সরকার, জাহাঙ্গীর নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকছুদ আলী প্রমুখ।
ভারতের ব্যবসায়ী প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বিপি সুরেকা ও মহেষ জালান।
জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের কাছে সুনামগেঞ্জর ব্যবসায়ী নেতারা দাবি জানান খুব দ্রুত যাতে এই শুল্ক ষ্টেশনটি চালু করা হয়। মতনিনিময় সভার পূর্বে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ভারতীয় সীমান্ত ডলুরা শুল্ক ষ্টেশনের জায়গা পরিদর্শন করেন এবং মুক্তিযোদ্ধা শহীদদের গণ কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ।Free Online Accounts Software