16 Aug 2017 : Sylhet, Bangladesh :

সিলেট 16 February 2017 আইন-অপরাধ  (পঠিত : 738) 

সিলেটে নগরীতে ভেজাল বিরোধী অভিযান ৫প্রতিষ্টানকে ৪৪ হাজার টাকা জরিমানা

সিলেটে নগরীতে ভেজাল বিরোধী অভিযান
৫প্রতিষ্টানকে ৪৪ হাজার টাকা জরিমানা
     


সিলেট এক্সপ্রেস ডেস্ক:
সিলেটে ভেজালবিরোধী আদালত-অভিযান পরিচালনা করে কয়েকটি ব্যবসা প্রতিষ্টানকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ফেব্র“য়ারি) দুপুরে নগরীর আম্বরখানা ও সুবিদবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষন অধিদপ্তর সিলেট (মেট্রো) কার্যালয়ের সহাকারী পরিচালক মো. জাহাঙ্গীর আলম ও সহকারী পরিচালক বিভাগীয় কার্যালয় মোহাম্মদ ফয়েজ উল্লাহ’র নেতৃত্বে এ অভিযান-পরিচালনা করা হয়। এ সময় খোলা রেখে খাদ্য পরিবেশনের দায়ে ডিজিটাল ফাস্টফুড,ফয়েজ স্ন্যাকবার ও ফুডকিং নামের প্রত্যেকটি প্রতিষ্টানকে ৩হাজার টাকা করে মোট ৯হাজার টাকা জরিমানা করা হয়। নগরীর সুবিদবাজারে অপর অভিযান পরিচালনা করে পচা ও মেয়াদউত্তীর্ন মিষ্টি পরিবেশনের দায়ে রসমেলা’কে ১০হাজার টাকা ও পন্যের মেয়াদ লেখা না থাকায় তারাদিন সুপার শপ’কে ২৫হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে মোট ৫টি প্রতিষ্টানকে ৪৪হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


   অন্য পত্রিকার সংবাদ  অভিজ্ঞতা  আইন-অপরাধ  আত্মজীবনি  আলোকিত মুখ  ইসলাম ও জীবন  ঈদ কেনাকাটা  উপন্যাস  এক্সপ্রেস লাইফ স্টাইল  কবিতা  খেলাধুলা  গল্প  ছড়া  দিবস  দূর্ঘটনা  নির্বাচন  প্রকৃতি পরিবেশ  প্রবাস  প্রশাসন  বিবিধ  বিশ্ববিদ্যালয়  ব্যক্তিত্ব  ব্যবসা-বাণিজ্য  মনের জানালা  মিডিয়া ওয়াচ  মুক্তিযুদ্ধ  যে কথা হয়নি বলা  রাজনীতি  শিক্ষা  সমসাময়ীক বিষয়  সমসাময়ীক লেখা  সমৃদ্ধ বাংলাদেশ  সাইক্লিং  সাক্ষাৎকার  সাফল্য  সার্ভিস ক্লাব  সাহিত্য-সংস্কৃতি  সিটি কর্পোরেশন  স্বাস্থ্য  স্মৃতি  হ য ব র ল  হরতাল-অবরোধ