22 Aug 2017 : Sylhet, Bangladesh :

সিলেট 15 February 2017 সিটি কর্পোরেশন  (পঠিত : 1358) 

সিলেট সিটি করপোরেশনের বিএনপি সমর্থিত দুই কাউন্সিলর সাময়িক বরখাস্ত

সিলেট সিটি করপোরেশনের বিএনপি সমর্থিত দুই কাউন্সিলর সাময়িক বরখাস্ত
     

সিলেট সিটি করপোরেশনের বিএনপি সমর্থিত দুই কাউন্সিলরকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। তারা হচ্ছেন- ৬নং ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম ও ১৯নং ওয়ার্ড কাউন্সিলর দিনার খান হাসু।
মহানগরীর কোতয়ালী থানায় দায়ের করা একটি মামলার চার্জশীট আদালতে গৃহীত হওয়ার কারণে তাদেরকে বরখাস্ত করা হয়েছে বলে সিটি কর্পোরেশনের একটি সূত্র জানিয়েছে।
সম্প্রতি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়য়ের উপসচিব মো. আবদুর রউফ মিয়া স্বাক্ষরিত দুটি স্মারকে তাদেরকে বরখাস্তের আদেশ দেয়া হয়।
সূত্রে জানা যায়, কোন জনপ্রতিনিধির বিরুদ্ধে কোন মামলার চার্জশিট আদালতে গৃহীত হলে ওই জনপ্রতিনিধিকে বরখাস্তের বিধান রয়েছে। এ অনুযায়ী সিলেট সিটি করপোরেশনের ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর হাসু ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর শামীমকে বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ (২০০৯ সনের ৬০ নং আইন) এর ধারা ১২ এর উপধারা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে তাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে তা অবগতির জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে অনুলিপি সিলেটের জেলা প্রশাসক ও সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকারের বিভিন্ন দফতরে পাঠানো হয়।।
সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব জানান, তিনি এ সংক্রান্ত একটি খবর পেয়েছেন।
সিলেট কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম ও দিনার খান হাসু বরখাস্তের আদেশ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন। দুজনই এ বিষয়ে আইনী পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন।


   অন্য পত্রিকার সংবাদ  অভিজ্ঞতা  আইন-অপরাধ  আত্মজীবনি  আলোকিত মুখ  ইসলাম ও জীবন  ঈদ কেনাকাটা  উপন্যাস  এক্সপ্রেস লাইফ স্টাইল  কবিতা  খেলাধুলা  গল্প  ছড়া  দিবস  দূর্ঘটনা  নির্বাচন  প্রকৃতি পরিবেশ  প্রবাস  প্রশাসন  বিবিধ  বিশ্ববিদ্যালয়  ব্যক্তিত্ব  ব্যবসা-বাণিজ্য  মনের জানালা  মিডিয়া ওয়াচ  মুক্তিযুদ্ধ  যে কথা হয়নি বলা  রাজনীতি  শিক্ষা  সমসাময়ীক বিষয়  সমসাময়ীক লেখা  সমৃদ্ধ বাংলাদেশ  সাইক্লিং  সাক্ষাৎকার  সাফল্য  সার্ভিস ক্লাব  সাহিত্য-সংস্কৃতি  সিটি কর্পোরেশন  স্বাস্থ্য  স্মৃতি  হ য ব র ল  হরতাল-অবরোধ