21 Nov 2017 : Sylhet, Bangladesh :

সিলেট 23 January 2017 দূর্ঘটনা  (পঠিত : 894) 

কোম্পানীগঞ্জের শাহ আরপিনে টিলা ধসে একজনের মৃত্যু,হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে

কোম্পানীগঞ্জের শাহ আরপিনে টিলা ধসে একজনের মৃত্যু,হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে
     

কোম্পানীগঞ্জের শাহ আরপিনে টিলা ধসে একজনের মৃত্যু হয়েছে বলে কোম্পানীগঞ্জের ওসি বায়েছ আলম জানিয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে বলে জানান ওসি। স্থানীয় লোকজন জানিয়েছেন, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।
্স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান শাহ জামাল উদ্দিন জানান, শাহ আরপিন সংলগ্ন মটিয়া টিলায় নতুন করে পাথরের গর্ত আবিস্কৃত হয়েছে। এ গর্ত খুঁড়ে পাথর তোলার সময় টিলা ধসে প্রাণহানির ঘটনা ঘটেছে তবে, ঘটনাস্থলে গিয়ে প্রকৃত তথ্য জানাতে পারবেন বলে তিনি জানান ।


Free Online Accounts Software