26 Sep 2017 : Sylhet, Bangladesh :

সিলেট 18 January 2017 বিবিধ  (পঠিত : 1330) 

পায়ে হেটে সিলেটে দিনাজপুরের ছেলে নাসিম

পায়ে হেটে সিলেটে দিনাজপুরের ছেলে নাসিম
     

পায়ে হেটে সিলেটে পৌছান দিনাজপুরের ছেলে নাসিম। দিনাজপুরের ছেলে নাসিম তালুকদার পায়ে হেটে বাংলাদেশ ঘুরবে আজ তার হাটার ৫২ তম জেলা ভ্রমণ তার অংশীদার আমি নিজে। সিলেট এক্সপ্রেস এর অফিসে তাকে নিয়ে দেখা করতে যাই। এসময় উপস্থিত ছিলেন প্রকাশক জিবলু রহমান রোটারিয়ান আব্দুল মুহিত দিদার, সাংবাদিক তাসলিমা খানম বীথি, তারেক মনোয়ার, সাংবাদিক আব্দুল বাছিত, সালেহ আহমদ, রোভার রাহী, রোভার ফজলু, রোভার তানজীল সহ আমরা। হয়তো আজ ইতিহাসের এক সাক্ষী হয়ে গেলাম। ধন্যবাদ Anwar Sahadat Manik ভাই কে দিনাজপুর থেকে ইনফরমেশন দেওয়ার জন্য।