16 Aug 2017 : Sylhet, Bangladesh :

সিলেট 11 January 2017 সিটি কর্পোরেশন  (পঠিত : 1028) 

সোবহানীঘাটে সিসিকে’র আরসিসি ড্রেন নির্মাণ ও সৌন্দর্য বর্ধন শুরু পূর্বে পরিদর্শনে কর্মকর্তারা

সোবহানীঘাটে সিসিকে’র আরসিসি ড্রেন নির্মাণ
 ও সৌন্দর্য বর্ধন শুরু পূর্বে পরিদর্শনে কর্মকর্তারা
     সিলেট সিটি কর্পোরেশনের ১৫নং ওয়ার্ডের সোবহানীঘাট এলাকায় আরসিসি ড্রেন নির্মাণ ও ফুটপাত সৌন্দর্য বর্ধন কাজ শুরুর পূর্বে পরিদর্শন করেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব। বুধবার দুপুরে পরিদর্শন কালে উপস্থিত ছিলেন ১৫নং ওয়ার্ড কাউন্সিলর ছয়ফুল আমিন বাকের, সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, নিবার্হী প্রকৌশলী সামছুল হক, ঠিকাদার প্রতিষ্ঠান লিবন কনস্ট্রাকশন এর লিবন আহমদ প্রমুখ। উল্লেখ্য আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হবে সোবহানীঘাট এলাকায় আরসিসি ড্রেন নির্ম্ণা কাজ ও ফুটপাত এর সৌন্দর্য বর্ধন কাজ শুরু হবে।


   অন্য পত্রিকার সংবাদ  অভিজ্ঞতা  আইন-অপরাধ  আত্মজীবনি  আলোকিত মুখ  ইসলাম ও জীবন  ঈদ কেনাকাটা  উপন্যাস  এক্সপ্রেস লাইফ স্টাইল  কবিতা  খেলাধুলা  গল্প  ছড়া  দিবস  দূর্ঘটনা  নির্বাচন  প্রকৃতি পরিবেশ  প্রবাস  প্রশাসন  বিবিধ  বিশ্ববিদ্যালয়  ব্যক্তিত্ব  ব্যবসা-বাণিজ্য  মনের জানালা  মিডিয়া ওয়াচ  মুক্তিযুদ্ধ  যে কথা হয়নি বলা  রাজনীতি  শিক্ষা  সমসাময়ীক বিষয়  সমসাময়ীক লেখা  সমৃদ্ধ বাংলাদেশ  সাইক্লিং  সাক্ষাৎকার  সাফল্য  সার্ভিস ক্লাব  সাহিত্য-সংস্কৃতি  সিটি কর্পোরেশন  স্বাস্থ্য  স্মৃতি  হ য ব র ল  হরতাল-অবরোধ