16 Aug 2017 : Sylhet, Bangladesh :

সিলেট 11 January 2017 সাহিত্য-সংস্কৃতি  (পঠিত : 492) 

তোমাকে উপহার

তোমাকে উপহার
     

শাহ সরোয়ার আলী:
গল্পকার সেলিম আওয়াল মহোদয়ের ৫৪ তম জন্মদিনে আমার পক্ষ থেকে ছোট উপহার।

ছুটি দিলাম স্কুল আমার
ছুটি দিলাম পড়া
আজকে লিখতে বসবো আমি
জন্ম দিনের ছড়া।
সেলিম আওয়াল একটি নামে
জানে সিলেট বাসি
দুইটি কথা বলতে তিনি
একটি মারেন হাসি।
গল্পকার পরিচয়ে
আছে অনেক খ্যাতি
ভালো থাকুন সুখে থাকুন
আছে আমাদের প্রীতি।
আজকে তোমার জন্ম দিনে
পারিনি কিছু দিতে
তবুও এসেছি আমি তোমার
ভালোবাসা নিতে।
শুভ হউক আগামী দিনটি
এই মোনাজাত করি
ধ্বংস হবেনা তোমার সৃষ্টি
রাখবো আমরা ধরি।

রচনা কাল
১০/০১/২০১৭ ইং
এম,সি কলেজ সিলেট।


   অন্য পত্রিকার সংবাদ  অভিজ্ঞতা  আইন-অপরাধ  আত্মজীবনি  আলোকিত মুখ  ইসলাম ও জীবন  ঈদ কেনাকাটা  উপন্যাস  এক্সপ্রেস লাইফ স্টাইল  কবিতা  খেলাধুলা  গল্প  ছড়া  দিবস  দূর্ঘটনা  নির্বাচন  প্রকৃতি পরিবেশ  প্রবাস  প্রশাসন  বিবিধ  বিশ্ববিদ্যালয়  ব্যক্তিত্ব  ব্যবসা-বাণিজ্য  মনের জানালা  মিডিয়া ওয়াচ  মুক্তিযুদ্ধ  যে কথা হয়নি বলা  রাজনীতি  শিক্ষা  সমসাময়ীক বিষয়  সমসাময়ীক লেখা  সমৃদ্ধ বাংলাদেশ  সাইক্লিং  সাক্ষাৎকার  সাফল্য  সার্ভিস ক্লাব  সাহিত্য-সংস্কৃতি  সিটি কর্পোরেশন  স্বাস্থ্য  স্মৃতি  হ য ব র ল  হরতাল-অবরোধ