24 Jan 2018 : Sylhet, Bangladesh :

সিলেট 11 January 2017 সাহিত্য-সংস্কৃতি  (পঠিত : 582) 

তোমাকে উপহার

তোমাকে উপহার
     

শাহ সরোয়ার আলী:
গল্পকার সেলিম আওয়াল মহোদয়ের ৫৪ তম জন্মদিনে আমার পক্ষ থেকে ছোট উপহার।

ছুটি দিলাম স্কুল আমার
ছুটি দিলাম পড়া
আজকে লিখতে বসবো আমি
জন্ম দিনের ছড়া।
সেলিম আওয়াল একটি নামে
জানে সিলেট বাসি
দুইটি কথা বলতে তিনি
একটি মারেন হাসি।
গল্পকার পরিচয়ে
আছে অনেক খ্যাতি
ভালো থাকুন সুখে থাকুন
আছে আমাদের প্রীতি।
আজকে তোমার জন্ম দিনে
পারিনি কিছু দিতে
তবুও এসেছি আমি তোমার
ভালোবাসা নিতে।
শুভ হউক আগামী দিনটি
এই মোনাজাত করি
ধ্বংস হবেনা তোমার সৃষ্টি
রাখবো আমরা ধরি।

রচনা কাল
১০/০১/২০১৭ ইং
এম,সি কলেজ সিলেট।


Free Online Accounts Software