16 Aug 2017 : Sylhet, Bangladesh :

সিলেট 8 January 2017 সাহিত্য-সংস্কৃতি  (পঠিত : 5245) 

সুরমায় কিনব্রীজ বানাতে ব্যয় ৫৬ লাখ টাকা

সুরমায় কিনব্রীজ বানাতে ব্যয় ৫৬ লাখ টাকা
     

সেলিম আউয়াল:
ভারতের লুসাই পাহাড় (নাগা) থেকে বরাক নদী মণিপুর-কাছাড় দিয়ে প্রবাহিত হয়ে সিলেট সীমান্ত থেকে সুরমা এবং কুশিয়ারা নামে পরিচিত হয়ে ভৈরবে পুরাতন ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়েছে। সুরমা নদীর উপর প্রথম ব্রীজটি নির্মিত হয় ১৯৩৬ খ্রিস্টাব্দে। এর নির্মাণ কাজ শুরু হয়েছিলো ১৯৩৩ খ্রিস্টাব্দে। ব্রিজটির দৈর্ঘ্য ১১৫০ ফুট এবং প্রস্থ ২৭ ফুট। এটি বানাতে খরচ হয়েছিলো ৫৬ লাখ টাকা। সিলেটের জননেতা আবদুল হামিদ সোনা মিয়া ও প্রমোদ দত্তের চেষ্টায় ব্রিজটি বানানো হলেও নাম দেয়া হয়েছিলো আসামের গভর্নর মাইকেল কিনের নামে। ১৯৭১ খ্রিস্টাব্দে মুক্তিযুদ্ধে ব্রিজটি ক্ষতিগ্রস্থ হয়েছিলো। তবে সুরমা নদীর নাম প্রাচীন সূত্রে খুব বেশী পাওয়া যায় না, কিন্তু কুশিয়ারার (সংস্কৃত কোশিয়ারা) নামটি তা¤্রলিপি সূত্রে পাওয়া যায়। এছাড়াও সিলেটের বুক চিরে বয়ে চলেছে অনেকগুলো নদী। এর মধ্যে যাদুকাটা, সিংগলা, লাংগাই, মনু, খোয়াই, ধনু, করাঙ্গী, ধলাই, বিজনা, বিবিয়ানা, রতœা, পিয়াইন, পৈন্দা, শুটকী, শাখা বরাক, মহাসিং, কালনী এবং সুতাং উলেøখযোগ্য।


   অন্য পত্রিকার সংবাদ  অভিজ্ঞতা  আইন-অপরাধ  আত্মজীবনি  আলোকিত মুখ  ইসলাম ও জীবন  ঈদ কেনাকাটা  উপন্যাস  এক্সপ্রেস লাইফ স্টাইল  কবিতা  খেলাধুলা  গল্প  ছড়া  দিবস  দূর্ঘটনা  নির্বাচন  প্রকৃতি পরিবেশ  প্রবাস  প্রশাসন  বিবিধ  বিশ্ববিদ্যালয়  ব্যক্তিত্ব  ব্যবসা-বাণিজ্য  মনের জানালা  মিডিয়া ওয়াচ  মুক্তিযুদ্ধ  যে কথা হয়নি বলা  রাজনীতি  শিক্ষা  সমসাময়ীক বিষয়  সমসাময়ীক লেখা  সমৃদ্ধ বাংলাদেশ  সাইক্লিং  সাক্ষাৎকার  সাফল্য  সার্ভিস ক্লাব  সাহিত্য-সংস্কৃতি  সিটি কর্পোরেশন  স্বাস্থ্য  স্মৃতি  হ য ব র ল  হরতাল-অবরোধ