21 Aug 2017 : Sylhet, Bangladesh :

সিলেট 6 October 2016 বিশ্ববিদ্যালয়  (পঠিত : 1059) 

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ছুটি শুরু

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ছুটি শুরু
     

সিলেট এক্সপ্রেস ডেস্ক:
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে দূর্গাপূজা ও পবিত্র আশুরার ছুটি শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর থেকে এ খবর জানানো হয়েছে। সরকারী ছুটি শুক্র-শনিসহ আগামী ১৫ অক্টোবর পর্যন্ত ক্যাম্পাসে ছুটি চলবে। ১৬ অক্টোবর যথারীতি বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম শুরু হবে জানানো হয়। তবে জরুরী সেবাসমূহ যথা হেল্থ কেয়ার সেন্টার, বিদ্যুত, গ্যাস, পানি সরবরাহ, প্রিভেনটিভ শাখা, নিরাপত্তা শাখা ন্যূনতম কর্মচারী দ্বারা চালু থাকবে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।
ছুটির আগের দিন বৃহস্পতিবার বেশ কর্মচঞ্চল ছিলো সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। পুজোর বোনাস সংগ্রহ করতে রূপালী ব্যাংকের ক্যাম্পাস শাখায় সনাতন ধর্মাবলম্বী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বেশ ভিড় লেগেছিলো। এদিকে এক সপ্তাহের ছুটি পেয়ে বৃহস্পতিবার রাতেই আবাসিক হল ছেড়ে বাড়ির পথে রওয়ানা দিয়েছে অনেক শিক্ষার্থীরা। এসময় ক্লাস পরীক্ষা এসাইনমেন্টের চাপ ভুলে পরিবারের সাথে হাসিমুখে ছুটির সময় কাটবে ভেবে ফেইসবুকে নিজনিজ টাইমলাইনে অনুভূতি প্রকাশ করতে দেখা যায়।


   অন্য পত্রিকার সংবাদ  অভিজ্ঞতা  আইন-অপরাধ  আত্মজীবনি  আলোকিত মুখ  ইসলাম ও জীবন  ঈদ কেনাকাটা  উপন্যাস  এক্সপ্রেস লাইফ স্টাইল  কবিতা  খেলাধুলা  গল্প  ছড়া  দিবস  দূর্ঘটনা  নির্বাচন  প্রকৃতি পরিবেশ  প্রবাস  প্রশাসন  বিবিধ  বিশ্ববিদ্যালয়  ব্যক্তিত্ব  ব্যবসা-বাণিজ্য  মনের জানালা  মিডিয়া ওয়াচ  মুক্তিযুদ্ধ  যে কথা হয়নি বলা  রাজনীতি  শিক্ষা  সমসাময়ীক বিষয়  সমসাময়ীক লেখা  সমৃদ্ধ বাংলাদেশ  সাইক্লিং  সাক্ষাৎকার  সাফল্য  সার্ভিস ক্লাব  সাহিত্য-সংস্কৃতি  সিটি কর্পোরেশন  স্বাস্থ্য  স্মৃতি  হ য ব র ল  হরতাল-অবরোধ