18 Dec 2017 : Sylhet, Bangladesh :

সিলেট 19 July 2016 সাহিত্য-সংস্কৃতি  (পঠিত : 1569) 

সিলেটের আঞ্চলিক ভাষায় নির্মিত নাটক ‘প্রেম রোগে নষ্ট’ বাজারে এসেছে

সিলেটের আঞ্চলিক ভাষায় নির্মিত নাটক 
‘প্রেম রোগে নষ্ট’ বাজারে এসেছে
     

সিলেট এক্সপ্রেস ডেস্ক: এক ঝাঁক তরুণ ও তরুণীদের নিয়ে সাইফুল আরেফিন লিমন এর প্রথম পরিচালনায় সিলেটের আঞ্চলিক ভাষায় নির্মিত নাটক ‘প্রেম রোগে নষ্ট’ বাজারে এসেছে। সিলেটের তরুণ নাট্যকর্মী ও নির্মাতা হিসেবে এই প্রথম রচনা ও পরিচালনা করেন নাটকটি।
নাট্যরঙ্গ সিলেটের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক থেকে শুরু করে সিলেটের বেশ কিছু সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন। মঞ্চ নাটক, পথ নাটক থেকে শুরু হয় পথচলা এই অভিনয় শিল্পীর। বর্তমানে সিলেটের আঞ্চলিক ভাষায় নাটক, টেলিফিল্ম নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। তার প্রথম অভিনিত টেলিফিল্ম ‘সেকেন্ড ম্যারেজ’ ব্যাপক সাড়া পায় সিলেট সহ দেশের বিভিন্ন অঞ্চলে। তারপর পর্যায়ক্রমে ‘নাতিন-জামাই’, ‘গল্লাপীর’, ‘বেফানা আদম’ সিলেট তথা বিদেশেও ব্যাপক জনপ্রিয়তা পায়। বর্তমানে এই তরুণ অভিনেতা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ‘প্রেম রোগে নষ্ট’ নাটকটি রচনা ও পরিচালনা করে সুনাম অর্জন করেন। এই নাটকে অভিনয় করেছেন সিলেটের বিশিষ্ট নাট্য অভিনেতা মাহবুব চৌধুরী, অপু দাস, জাহাঙ্গীর আলম, রিপন, মাছুম খান, লায়লা, আখি সহ আরো অনেক অভিনয় শিল্পীরা। সিলেটের আঞ্চলিক ভাষায় নির্মিত ‘প্রেম রোগে নষ্ট’ নাটকের নির্মাতা সাইফুল আরেফিন লিমন সমাজের সকল শ্রেণী-পেশার মানুষের কাছে দোয়া কামনা করেন।

Free Online Accounts Software