21 Jul 2017 : Sylhet, Bangladesh :

সুনামগঞ্জ 14 July 2016 দূর্ঘটনা  (পঠিত : 1444) 

সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্রী নিহত

সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্রী নিহত
     

সুনামগঞ্জে সড়ক দূর্ঘটনায় লাকী রানি নামে (১৩) এক স্কুল ছাত্রী নিহত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় সুনামগঞ্জ দিরাই সড়কের ঘাগলি নামকস্থানে এই দূর্ঘটনা ঘটে। নিহত লাকী ঘাগলী নারায়নপুর নিæমাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেনীর ছাত্রী। সে নারায়নপুরের যতীন্দ্র দাসের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত লাকি রানীকে স্কুলে যাবার পথে ঘাগলি এলাকায় সুনামগঞ্জ দিরাই সড়ক পারাপারের সময় একটি মালবাহি ট্রাক ধাক্কা দেয়। এসময় সে ছিটকে পড়ে যায়। ঘটনাস্থলেই লাকী নিহত হয়। এসময় সুনামগঞ্জ দিরাই সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে তা স্বাভাবিক করে।

দক্ষিন সুনামগঞ্জ থানার ওসি আল আমিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ট্রাকটি আটক করা হয়েছে। ড্রাইভার পালিয়ে গেছে।


   অন্য পত্রিকার সংবাদ  অভিজ্ঞতা  আইন-অপরাধ  আত্মজীবনি  আলোকিত মুখ  ইসলাম ও জীবন  ঈদ কেনাকাটা  উপন্যাস  এক্সপ্রেস লাইফ স্টাইল  কবিতা  খেলাধুলা  গল্প  ছড়া  দিবস  দূর্ঘটনা  নির্বাচন  প্রকৃতি পরিবেশ  প্রবাস  প্রশাসন  বিবিধ  বিশ্ববিদ্যালয়  ব্যক্তিত্ব  ব্যবসা-বাণিজ্য  মনের জানালা  মিডিয়া ওয়াচ  মুক্তিযুদ্ধ  যে কথা হয়নি বলা  রাজনীতি  শিক্ষা  সমসাময়ীক বিষয়  সমসাময়ীক লেখা  সমৃদ্ধ বাংলাদেশ  সাইক্লিং  সাক্ষাৎকার  সাফল্য  সার্ভিস ক্লাব  সাহিত্য-সংস্কৃতি  সিটি কর্পোরেশন  স্বাস্থ্য  স্মৃতি  হ য ব র ল  হরতাল-অবরোধ