21 Aug 2017 : Sylhet, Bangladesh :

24 May 2016 গল্প  (পঠিত : 2659) 

একটি মেয়ের গল্প

   

Md.Fazlul Hoque এর লিখা।   রঙের বাড়ই   পাতা থেকে

 

একটি ছেলে 18 / 20 বছর হবে গ্রামের অন্ধকার একটি রাস্তা দিয়ে রাএী 11 টার দিকে তার নিজের বাড়ি যায়। রাস্তার পথে হঠাত একটি মেয়ে দেখতে অনেক সুন্দর তার সামনে দ্বাড়াল এবং বলল এই ছেলে কোথাই যাও এত রাতে চল আমার সাথে আমার বাড়ীতে এই বলে ছেলেটি কে হাতে ধরে।এর পর ছেলেটি অনেক টাই ভয় ভয় অনুভব করে এবং বলে আমি আপনার সাথে জাব কেন আমি আমার বাড়ী যাব আপনি হঠাত আমার সামনে কোথাই থেকে এসেছেন এটা বলে ছেটা মনে সাহস নিয়ে আল্লাহর নাম নিল মনেমনে সাত বার আর সুরা ইয়াছিন এর কিছু আয়াত পরল এর পর বুকে ফুদিলে মাএই মেয়েটা আর নাই তথন ছেলেটা অবাগ হয়ে গেল এবং চিতকার করে উঠল মাটিতে পরে গেল। পরে ঔ মেয়েটােই তাকে রাতেই মেডিকেলনিয়ে যায় এবং ডাক্তার কে বলে চিকিতসা করতে।


   অন্য পত্রিকার সংবাদ  অভিজ্ঞতা  আইন-অপরাধ  আত্মজীবনি  আলোকিত মুখ  ইসলাম ও জীবন  ঈদ কেনাকাটা  উপন্যাস  এক্সপ্রেস লাইফ স্টাইল  কবিতা  খেলাধুলা  গল্প  ছড়া  দিবস  দূর্ঘটনা  নির্বাচন  প্রকৃতি পরিবেশ  প্রবাস  প্রশাসন  বিবিধ  বিশ্ববিদ্যালয়  ব্যক্তিত্ব  ব্যবসা-বাণিজ্য  মনের জানালা  মিডিয়া ওয়াচ  মুক্তিযুদ্ধ  যে কথা হয়নি বলা  রাজনীতি  শিক্ষা  সমসাময়ীক বিষয়  সমসাময়ীক লেখা  সমৃদ্ধ বাংলাদেশ  সাইক্লিং  সাক্ষাৎকার  সাফল্য  সার্ভিস ক্লাব  সাহিত্য-সংস্কৃতি  সিটি কর্পোরেশন  স্বাস্থ্য  স্মৃতি  হ য ব র ল  হরতাল-অবরোধ