23 Aug 2017 : Sylhet, Bangladesh :

সিলেট 13 May 2016 রাজনীতি  (পঠিত : 566) 

রেজিষ্টারী মাঠে সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশ রবিবার

রেজিষ্টারী মাঠে সিলেট জেলা ও মহানগর 
বিএনপির বিক্ষোভ সমাবেশ রবিবার
     

বিএনপি কেন্দ্র ঘোষিত দেশব্যাপী বিক্ষোভ কর্মসুচীর অংশ হিসেবে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে বিক্ষোভকর্মসুচী ঘোষনা করা হয়েছে । আগামী ১৫ মে রবিবার বেলা ৪টায় নগরীর রেজিষ্টারী মাঠে উক্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। যথা সময়ে উপস্থিত থেকে বিক্ষোভ সমাবেশকে সফল করার জন্য জেলা ও মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন সিলেট বিএনপি নেতৃবৃন্দ।
শুক্রবার এক যৌথ বিবৃতিতে সিলেট মহানগর বিএনপি সভাপতি নাসিম হোসাইন, জেলা বিএনপি সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর সাধারন সম্পাদক বদরুজ্জামান সেলিম ও জেলা সাধারন সম্পাদক আলী আহমদ বলেন-অবৈধ সরকার তাদের হীন রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে শুধুমাত্র হয়রানীর উদ্দেশ্যেই ৩ বারের সাবেক সফল প্রধানমন্ত্রী আপোষহীন নেত্রী বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দায়ের করছে । এর পরিনতি সরকারের জন্য মঙ্গলজনক হবেনা। অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ বিএনপি নেতাকর্মীদের উপর দায়েরকৃত ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য সরকারের প্রতি জোর দাবী জানান তারা। সিলেট জেলা ও মহানগর বিএনপি ঘোষিত আগামী রবিবার রেজিষ্টারী মাঠে যথা সময়ে উপস্থিত হয়ে বিক্ষোভ সমাবেশকে সফল করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান তারা।


   অন্য পত্রিকার সংবাদ  অভিজ্ঞতা  আইন-অপরাধ  আত্মজীবনি  আলোকিত মুখ  ইসলাম ও জীবন  ঈদ কেনাকাটা  উপন্যাস  এক্সপ্রেস লাইফ স্টাইল  কবিতা  খেলাধুলা  গল্প  ছড়া  দিবস  দূর্ঘটনা  নির্বাচন  প্রকৃতি পরিবেশ  প্রবাস  প্রশাসন  বিবিধ  বিশ্ববিদ্যালয়  ব্যক্তিত্ব  ব্যবসা-বাণিজ্য  মনের জানালা  মিডিয়া ওয়াচ  মুক্তিযুদ্ধ  যে কথা হয়নি বলা  রাজনীতি  শিক্ষা  সমসাময়ীক বিষয়  সমসাময়ীক লেখা  সমৃদ্ধ বাংলাদেশ  সাইক্লিং  সাক্ষাৎকার  সাফল্য  সার্ভিস ক্লাব  সাহিত্য-সংস্কৃতি  সিটি কর্পোরেশন  স্বাস্থ্য  স্মৃতি  হ য ব র ল  হরতাল-অবরোধ