23 Aug 2017 : Sylhet, Bangladesh :

সিলেট 13 May 2016 আইন-অপরাধ  (পঠিত : 422) 

গোয়াইনঘাটের পল্লীতে ৬দিন যাবৎ এক ব্যক্তি নিখোঁজ

গোয়াইনঘাটের পল্লীতে ৬দিন 
যাবৎ এক ব্যক্তি নিখোঁজ
     


গোয়াইনঘাট (সিলেট) থেকে সংবাদদাতাঃ গোয়াইনঘাটের পল্লীতে ৬দিন যাবৎ এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ব্যক্তির নাম আজমত উলøাহ (বাবুল)। তিনি গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের ঘোষগ্রামের মৃত শামছুল হক‘র পুত্র। এব্যাপারে তার ছোট ভাই মুজিব বাদী হয়ে গোয়াইনঘাট থানায় একটি সাধারন ডাযরি করেছেন। ডায়রি নং (৪৯১) তাং-১২-৫-১৬ইং। পারিবারিক ও থানায় দায়েরকৃত ডায়রি সুত্রে জানাগেছে আজমত আলী গত ৮মে বিকেল ৩টার দিকে বাড়ীথেকে স্থানীয় হাকুর বাজারে যান এবং আর ীওে আসেননি। রাতে তিনি বাড়ীতে ফিরে না যাওয়ায় স্বজনরা খোজাখুজি শুরু করেন। আত্মীয় স্বজন‘র বাড়ীসহ সম্ভাব্য সকল স্থানে খোজ নিয়ে তার কোন সন্ধ্যান পাননি। নিখোজ হওয়ার সময় তার পরনে ছিল লাল রংয়ের সার্ট ও কালো রংয়ের লুঙ্গি, বয়স আনুমানিক ৫০বছর, গায়ের রং শ্যমলা, মুখ মন্ডল গোলাকার ও লম্বা সাদা দাড়ি রয়েছে। উচ্চতা ৫ফুট ৫ইঞ্চি। কোন হৃদয়বান ব্যক্তি তার সন্্যান পেলে এই নাম্বারে (০১৭৫৩৩৩১৩৪৮) যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তার ছোট ভাই মুজিব।


   অন্য পত্রিকার সংবাদ  অভিজ্ঞতা  আইন-অপরাধ  আত্মজীবনি  আলোকিত মুখ  ইসলাম ও জীবন  ঈদ কেনাকাটা  উপন্যাস  এক্সপ্রেস লাইফ স্টাইল  কবিতা  খেলাধুলা  গল্প  ছড়া  দিবস  দূর্ঘটনা  নির্বাচন  প্রকৃতি পরিবেশ  প্রবাস  প্রশাসন  বিবিধ  বিশ্ববিদ্যালয়  ব্যক্তিত্ব  ব্যবসা-বাণিজ্য  মনের জানালা  মিডিয়া ওয়াচ  মুক্তিযুদ্ধ  যে কথা হয়নি বলা  রাজনীতি  শিক্ষা  সমসাময়ীক বিষয়  সমসাময়ীক লেখা  সমৃদ্ধ বাংলাদেশ  সাইক্লিং  সাক্ষাৎকার  সাফল্য  সার্ভিস ক্লাব  সাহিত্য-সংস্কৃতি  সিটি কর্পোরেশন  স্বাস্থ্য  স্মৃতি  হ য ব র ল  হরতাল-অবরোধ