24 Jan 2018 : Sylhet, Bangladesh :

সিলেট 12 May 2016 ইসলাম ও জীবন  (পঠিত : 2205) 

বিশ্বনাথে রাজ মোহাম্মদপুর গ্রামে প্রবাসীর অর্থায়নে মসজিদ নির্মাণ

বিশ্বনাথে রাজ মোহাম্মদপুর গ্রামে প্রবাসীর অর্থায়নে মসজিদ নির্মাণ
     

সিলেট এক্সপ্রেস ডেক্স বিশ্বনাথে বৃহস্পতিবার পশ্চিম রাজ মোহাম্মদপুর গ্রামে ‘বায়তুন নাযাত জামে মসজিদের উদ্বোধন করা হয়েছে। ওসমানীনগর উপজেলার লামা ইসবপুর গ্রামের কৃতি সন্তান যুক্তরাজ্য প্রবাসী, দানবীর মো. সমুজ মিয়া চৌধুরীর অর্থায়নে নির্মাণ করা হয় মসজিদ। মসজিদ উদ্বোধন উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মসজিদের মোতায়াল্লি নওয়াব আলীর সভাপতিত্বে ও সহকারী মোতায়াল্লি মাওলানা লুৎফুর রহমান শায়েস্থার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা আল্লামা নুরুল ইসলাম মইজপুরী। প্রধান আকর্ষণ হিসেবে বক্তব্য রাখেন শিমুলতলা মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মাওলানা লোকমান খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন তাতিকোনা বায়তুল জান্নাত জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবুল হাসান শাহ বায়জিদ, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছয়ফুল হক, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী মাওলানা আব্দুল মতিন, মসজিদের প্রতিষ্ঠাতা, যুক্তরাজ্য প্রবাসী মো. সমুজ মিয়া চৌধুরী, বৃক্ষপ্রেমিক আব্দুল গফ্ফার উমরা মিয়া, বিশ্বনাথ প্রেসক্লাবের সহ-সভাপতি তজম্মুল আলী রাজু। এসময় রাজ মোহাম্মদপুর গ্রামের মুরব্বীয়ানসহ বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।
জোহুরের নামাজে ইমামতি করেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা আল্লামা নুরুল ইসলাম মইজপুরী। আযান পরিচালনা করেন মসজিদের প্রতিষ্ঠাতা মো. সমুজ মিয়া চৌধুরী। একামত পরিচালনা করেন ওসমানীনগর উপজেলার ইসবপুর গ্রামের আব্দুল গফ্ফার শিকদার।
এসময় উপস্থিত ছিলেন সাইফুল আলম চৌধুরী, খায়রুল আফিয়ান চৌধুরী চেয়ারম্যান, আব্দুল জলিল হিরণ মেম্বার, নাজিমউদ্দিন রাহিম, শহিদুল ইসলাম সাহিদ, সেলিম আহমদ, আশফাকুর রহমান নাকিব, নুরুল আমিন আওলাদ।


Free Online Accounts Software