24 Jan 2018 : Sylhet, Bangladesh :

সিলেট 12 May 2016 রাজনীতি  (পঠিত : 571) 

হরতালের প্রতিবাদে সিলেট মহানগর শ্রমিক লীগের বিক্ষোভ মিছিল

হরতালের প্রতিবাদে সিলেট
মহানগর শ্রমিক লীগের বিক্ষোভ মিছিল
     

সিলেট এক্সপ্রেস ডেস্ক : একাত্তরের মানবতাবিরোধী যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামির ফাঁসি কার্যকর করায় জামায়াতের ডাকা হরতালের প্রতিবাদে জাতীয় শ্রমিক লীগের সিলেট মহানগর শাখার উদ্যোগে নগরীতে বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টায় এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এসময় উপস্থিত ছিলেন, মহানগর শ্রমিক সাবেক সভাপতি জাফর চৌধুরী, শ্রমিক লীগ নেতা নিয়াজ খান, শাহজাহান মিয়া ভান্ডারী, ফরিদ মিয়া, সামসু মিয়া, অপু আহমদ, রুনেল চৌধুরী, সাইফুল, নাইমূল, সালাউদ্দিন একরাম, অভিজিত দাস প্রমূখ।


Free Online Accounts Software