23 Jan 2018 : Sylhet, Bangladesh :

সিলেট 12 May 2016 শিক্ষা  (পঠিত : 420) 

দলইরগাঁও উচ্চ বিদ্যালয়ের শতভাগ সাফল্য

     

সিলেট এক্সপ্রেস ডেস্ক : এবারের এস.এস.সি পরীক্ষায় সিলেট শিক্ষাবোর্ডের অধীনে অংশগ্রহণ করে কোম্পানীগঞ্জ উপজেলার দলইরগাঁও উচ্চ বিদ্যালয় শতভাগ সাফল্য অর্জন করেছে। বিদ্যালয়ের ৪৩ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশগ্রহন করে, বিজ্ঞান বিভাগে জি.পি.এ পেয়েছে ২ জন, অ গ্রেড পেয়েছে ৯ জন, অ- গ্রেড পেয়েছেন ১জন, মানবিক বিভাগে অ গ্রেড ৯ জন। অ- গ্রেড পেয়েছেন ১৮জন, ই গ্রেড পেয়েছেন ৪ জন।
প্রতিবারের ন্যায় এবার ও শতভাগ সাফল্য অর্জন করায় অভিনন্দন জানিয়েছেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আলহজ্ব মোঃ নূর মিয়া, শিক্ষানুরাগী সদস্য এডভোকেট মকদ্দুছ আলী, প্রধান শিক্ষক মোহাম্মদ জাহের আলী, প্রাক্তন ছাত্র সিলেট জেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম. সোহেল আহমদ, ম্যানেজিং কমিটির সদস্য রাশিদ আহমদ, গোলাম মোস্তফা, সাজ্জাদুর রহমান, জাহানারা বেগম, শিক্ষক প্রতিনিধি এখলাছুর রহমান, শামছুল আলম, রানুয়ারা বেগম।


Free Online Accounts Software