25 Nov 2017 : Sylhet, Bangladesh :

সিলেট 31 January 2016 বিবিধ  (পঠিত : 1566) 

জন্ম দিনে ভালবাসায় সিক্ত চিকিৎসাধীন মোনায়েম

জন্ম দিনে ভালবাসায় সিক্ত চিকিৎসাধীন মোনায়েম
     

সিলেট এক্সপ্রেস ডেস্ক:
সড়ক দুর্ঘটনায় মা ও ভাইকে হারিয়ে আজ হাসপাতালে জন্ম দিন পালন করেছে চিকিৎসাধীন মুস্তাফিজ পলাশ মোনায়েম। ১১তম জন্ম বার্ষিকী উপলক্ষে সিলেট ওসমানী হাসপাতালের কেবিনে আত্মীয়স্বজন ও চিকিৎসকরা মেলে তাঁর জন্ম দিনের কেক কাটেন। গত ২ অক্টোবর ২০১৫ইং এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সে। সেই দুর্ঘটনা নিহত হন তাঁর মা সুহাদা বেগম ও ছোট ভাই মুস্তাফিজ পলাশ মেহেদী। গুরুতর আহত হন তাঁর পিতা ও বড় বোন। আজ রোববার জন্ম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সংসদস সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, ওসমানী মেডেকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়র কর্ণেল আব্দুস ছবুর, অধ্যাপক ডা: মুর্শেদ আহমদ চৌধুরী, হাসপাতালের সহকারী পরিচালক ডা: আব্দুস সালাম, অর্থপেডিক্স বিভাগের সহকারী অধ্যাপক ডা: ফারুক আহদ, সিলেট জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক মস্তাক আহমদ পলাশ, সাংবাদিক রাজু আহমদ, কৃষি ইউনিভার্সিটির প্রশাসনিক কর্মকর্তা লায়লা রাজু, সামিয়া বেগম মুন্নি, অর্পন কুমার চন্দ, বাবলু আহমদ, আব্দুস সবুর দৌলা, নাওশিন তাবাসুম মীম। সড়ক দুর্ঘটনা নিহন মস্তাক আহমদ পলাশের স্ত্রী ও পুত্রের রুহের মাগফেরাত ও চিকিৎসাধীন মোনায়েমের সুস্থ্যতা কামানা করে দোয়া পরিচালনা করেন মাওলানা বেলাল আহমদ।


Free Online Accounts Software