23 Nov 2017 : Sylhet, Bangladesh :

সিলেট 17 January 2016 মিডিয়া ওয়াচ  (পঠিত : 2969) 

সাংবাদিক কাউসার চৌধুরী একটি করুণ স্ট্যাটাস ‘মায়াময় পৃথিবীতে আমি বাঁচতে চাই’

সাংবাদিক কাউসার চৌধুরী একটি করুণ স্ট্যাটাস
‘মায়াময় পৃথিবীতে আমি বাঁচতে চাই’
     

তাসলিমা খানম বীথি: বিশিষ্ট সাংবাদিক কাউসার চৌধুরী কয়েকদিন আগে একটি স্ট্যাটাস দিয়েছেন ফেইসবুকে। সেই স্ট্যাটাসটি ছিলো তার অসুস্থতা নিয়ে। তিনি কিডনী বিষয়ক একটি রোগে ভুগছেন। তিনি সকলের কাছে দোয়া প্রার্থী। এই সুন্দর পৃথিবীতে তাকে বেঁচে থাকতে হবে মা, স্ত্রী, ভাইবোন, সতীর্থদের জন্যে। আমরাও মহান আল্লাহর কাছে তার সুস্থতার জন্যে দোয়া করি।
উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি সাংবাদিক কাউসার চৌধুরী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে যে স্ট্যাটাস দিয়েছিলেন, হৃদয় ছোঁয়া সেই স্ট্যাটাসটি হুবহু নীচে তুলে ধরা হল।
‘গত প্রায় ৩ বছর ধরে আমি কিডনি রোগে আক্রান্ত, মাঝে ২০১৪ সালের জুলাইয়ে চিকিৎসার জন্যে ভারতের ভেলুরের সিএমসি -তে গিয়েছিলাম, একটা নয় দুটো কিডনিতেই প্রবলেম, চিকিৎসা + ঔষধ সেবন নিয়মিত চলার পরও অস্বাভাবিক ভাবে বেড়ে গেছে ক্রিয়েটিনিন এর পরিমান, মানে আমার সামনে এসে দাড়িয়েছে এক কঠিন সময়, গতকাল শুক্রবার রাত ৭ টায় টেস্ট এর রিপোট হাতে আসার পর মাথায় যেন আসমান ভেঙ্গেপড়েছে আর এক মিনিটও প্রিয় টেবিলে থাকতে পারিনি , এরপর সহকমী নুর আহমদ ও খালাতো ভাই ব্যবসায়ী সুয়েবকে সাথে নিয়ে ছুটে যাই ডাঃ নজমুস সাকিব ভাই এর বাসায়, তিনি রিপোট দেখলেন পযালোচনা করলেন, এতো ব্যস্ত তবুও আমাকে ২ ঘন্টা সময় দিলেন, সামনে কি কি করনীয় তাও বলে দিলেন আমার প্রিয় ডাঃ সাকিব ভাই,
এখনতো কঠিন সংগ্রামের মুখোমুখি এই আমি, ইতোমধ্যে দেশওভারতে মিলিয়ে অনেক টাকা খরচ হয়ে গেছে, অবশ্য এখনো কারো কাছে হাত পাততে হয়নি, আগামী দিনে অবশ্যই মানুষের অপার ভালবাসা + সহযোগিতা একান্ত প্রয়োজন, কারন এই আমিযে আপনাদের সাথে বেচেঁ থাকতে চাই, এখনও তো ৪০ হয়নি আমার, ১৩ বছর আগে হঠাৎ পিতাকে হারিয়েছি, এরপর কঠিন যুদ্ধ করে মোঠামুঠি দাড়িয়েছিলাম, ২ ভাই ও ৪ বোনের মধ্যে আমিই সবার বড়, মাএ কদিন হল মেঝ বোনটাকে বিয়ে দিলাম, জীবনে অনেক কাজ আশা ভরসা - অনেক বাকী, আমার মা আমার জন্য সবসময় মাবুদের নিকট দোয়া করছেন,
প্রিয় বন্ধুরা , আমি বাচঁতে চাই, বেচেঁ থাকতে চাই, মায়াময় এই দুনিয়ায় বেচেঁ থাকতে আমি সকলের দোয়া ও সহযোগিতা চাই, # # # #
কাউসার চৌধুরী
স্টাফ রিপোটার
দৈনিক সিলেটের ডাক,
১৬ জানুয়ারী ২০১৬ , শনিবার, ভোর ৭ টা।’


Free Online Accounts Software