23 Jan 2018 : Sylhet, Bangladesh :

সিলেট 10 December 2015 সাহিত্য-সংস্কৃতি  (পঠিত : 6594) 

শিশু মেলা/ সাহিত্য আঁড়ি

শিশু মেলা/ সাহিত্য আঁড়ি
     

আমিনুল ইসলাম সফর:

তুমি যা খুশি তাই বলো
যেমন ইচ্ছে তেমন তেমন চলো,
আমার কিছু যায় আসেনা তাতে
আজকে আমার আঁড়ি তোমার সাথে।

আজকে আমার মনের ঘরে পুুতুল পুতুল খেলা
আমার সারা বাগান জুড়ে প্রজাপ্রতির মেলা,
অনেক কথা জমা আমার ঘাসফড়িংয়ের সাথে
পড়বেনা তাই কথার অন্ন আজকে তোমার পাতে।।

আজকে আমার রং-ছড়ানো সারা আকাশ জুড়ে
দখিন হাওয়া বইছে শুধু ফুরফুরে ফুরফুরে,
সে-ই হাওয়াতে ভাব জমাবো সূর্য-রাঙ্গা প্রাতে
আজকে আমার আঁড়ি তোমার সাথে।।

আজকে আমার সুখ পাখিরা আসছে উড়ে উড়ে
তুলছে ভরে বুকটা আহা নানা রকম সুরে,
আজকে আমি মিলাবো হাত অই পাখিদের হাতে
আজকে আমার আঁড়ি তোমার সাথে।।

আজকে আমার সচল নদী উজল বসুন্ধরা
ফসলভরা মাঠে আমার ফাটবে কথার ঘড়া,
চাঁদের সাথে বলবো কথা মধু পূর্ণিমাতে
আজকে আমার আঁড়ি তোমার সাথে।।


Free Online Accounts Software