18 Dec 2017 : Sylhet, Bangladesh :

সিলেট 10 October 2015 শিক্ষা  (পঠিত : 1290) 

ইক্রা উচ্চ বিদ্যালয়ে সমৃদ্ধ সমাজ গঠনে শিক্ষার ভূমিকা শীর্ষক আলোচনা ও সংবর্ধনা

ইক্রা উচ্চ বিদ্যালয়ে সমৃদ্ধ সমাজ গঠনে
শিক্ষার ভূমিকা শীর্ষক আলোচনা ও সংবর্ধনা
     


দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের ইক্রা আদর্শ উচ্চ বিদ্যালয় এর উদ্যোগে ১০অক্টোবর শনিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে “সমৃদ্ধ সমাজ গঠনে শিক্ষার ভূমিকা” শীর্ষক আলোচনা সভা, এস,এস,সি শিক্ষার্থীদের মধ্যে সনদ, জে,এস,সি বৃত্তি বিতরণ ও প্রবাসীদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইক্রা আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুর রউফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী মো. আব্দুল হামিদ।
প্রধান অতিথির বক্তব্যে মো. আব্দুল হামিদ বলেন, শিক্ষা মানুষকে বিকশিত করে। এজন্য সকলকে সুশিক্ষা অর্জনে মনোযোগী হতে হবে। সমৃদ্ধ সমাজ গঠনের হাতিয়ার আর্দশ নাগরিক তৈরিতে আর্দশ শিক্ষা প্রতিষ্ঠান অপরিহার্য। তাই সমাজের সকলকে শিক্ষা উন্নয়নে অগ্রাধিকার দিতে হবে। সমৃদ্ধ সমাজ গঠনে শিক্ষার ভূমিকাই প্রধান তাই এব্যাপারে সরকারের পাশাপাশি সকলকে এগিয়ে আসতে হবে। সকলের সমান অংশ গ্রহণের মাধ্যমে সমৃদ্ধ দেশ ও জাতি গড়ে তোলা সম্ভব।
সিলেট কেন্দ্রীয় লেখক ফোরামের সাধারণ সম্পাদক, দি নিউ নেশন’র সিলেট প্রতিনিধি এস এ শফি’র পরিচালনায়, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট পলøী বিদ্যুৎ সমিতি ১ এর পরিচালক, বিশ্বনাথ হাজী মফিজ আলী বালিকা বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মোছা. নেহারুন নেছা, সিলেট সিটি কর্পোরেশনের ২২নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মিসবাহ উদ্দিন, ২১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাজ্জাদুর রহমান সুজ্জাদ, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মুতলিব। বক্তব্য রাখেন আয়েশা সিদ্দিকা (রাঃ) কলেজিয়েট স্কুল এর প্রধান শিক্ষক মো. দুদু মিয়া, নলজুড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিক আলী, আলীনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইদুর রহমান, ইক্রা আর্দশ সহকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা আব্দুল মালিক।
অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সহকারী শিক্ষক হেলাল আহমদ, গজল পরিবেশন করেন শামীমা আক্তার ফাতেমা। এসময় প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দকে বিদ্যালয়ের পÿ থেকে ফুলের তোড়া, ক্রেষ্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অফ সিলেট কুশিয়াররা প্রেসিডেন্ট লায়ন সামসুল আলম খান, লায়ন রুহুল আমিন চৌধুরী, লায়ন গৌতম লাল দত্ত, লায়ন অজিত কুমার ভট্টাচার্য, ইক্রা আর্দশ উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক দীপংকর দেব নাথ, পরিচালনা কমিটির সদস্য হাজী হুশিয়ার আলী, গাজীউর রহমান, শিক্ষানুরাগী আজিজুন নাহার প্রমুখ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক দুদু মিয়া অন্যত্র বদলী হওয়ায় বিদ্যালয় এর পক্ষ থেকে একটি মানপত্র তোলে দেন বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান শেষে এস.এস.সি সনদ, জে.এস.সি বৃত্তিসহ মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরুস্কার তোলে দেন অতিথিবৃন্দ, এসময় নেতৃবৃন্দ বিদ্যালয় প্রাঙ্গনে একটি বৃক্ষের চারা রোপন করেন।


Free Online Accounts Software