17 Dec 2017 : Sylhet, Bangladesh :

সিলেট 5 October 2015 শিক্ষা  (পঠিত : 1123) 

সিলেটে বিশ্ব শিক্ষক দিবস পালন

সিলেটে বিশ্ব শিক্ষক দিবস পালন
     সিলেটে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস ২০১৫ পালিত হয়েছে। এ উপলক্ষে বাংলাদেশ শিক্ষক সমিতি সিলেট জেলা শাখার উদ্যোগে গতকাল সোমবার সিলেট নগরীতে এক বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়। র‌্যালিটি নগরীর রাজা জিসি স্কুল থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দি এইডেড হাই ¯ু‹লে এসে শেষ হয়। পরে দি এইডেড হাই ¯ু‹লের মিলনায়তনে “শিক্ষকদের ক্ষমতায়ন এবং টেকসই সমাজ গঠন” শীর্ষক আলোচনা সভা অনুষ্টিত হয়। বাংলাদেশ শিক্ষক সমিতি সিলেট জেলা শাখার সভাপতি এ.এইচ.এম ইসরাইল আহমদ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট এর চেয়ারম্যান এ.কে.এম গোলাম কিবরিয়া তাপাদার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষকরাই জাতি গড়ার কারিগর। শিক্ষকদের সঠিক মূল্যায়নে বেসরকারী শিক্ষক-কর্মচারীদের চাকুরী জাতীয়করন অতি জরুরী। শিক্ষকদের অবহেলিত রেখে জাতি তার কাঙ্কিত লক্ষে পৌছতে পারবে না। সরকারীভাবে বিশ্ব শিক্ষক- দিবস পালন এখন সময়ের দাবী। শিÿা ও শিÿকদের স্বার্থে শিক্ষা আইন প্রনয়ন ও শিক্ষানীতি বাস্তবায়ন করা দরকার। তিনি আরো বলেন, ডিজিটাল বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষকদের অগ্রণী ভ’মিকা পালন করতে হবে। শিক্ষার্থীদেরকে সংস্কৃতিমনা ও অসাম্প্রদায়িক চেতনায় আদর্শ দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের এগিয়ে আসার কোনো বিকল্প নেই। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট অঞ্চলের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর কবীর আহম্মদ, সিলেট জেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম, বাশিস জাতীয় কমিটির যুগ্ম সচিব ছরোয়ার হোসেন, বাশিস জাতীয় কমিটির সহ-সভাপতি নজির উদ্দিন আনসারী, দি এইডেড হাই স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ এনায়েত হোসেন, বাশিস সিলেট জেলা সচিব মো. শমসের আলী, বাশিস কানাইঘাট সভাপতি জার উলøাহ, মো. নূর মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হেলেন বেগম চৌধুরী, বাশিস গোয়াইনঘাট সাংগঠনিক সচিব হাবিব উলøাহ, বাশিস ফেঞ্জুগঞ্জ সভাপতি মাহতাব উদ্দিন, বাশিস জৈন্তাপুর সভাপতি বিজন চন্দ্র বিশ্বাস, প্রধান শিÿক তাহের আলী, বাশিস ফেঞ্জুগঞ্জ উপজেল্ াসহ-সভাপতি মো. আহাদুজ্জামান, বাশিস সিলেট সদর সচিব আহমদ আলী, সদর উপজেলা শিÿক সমিতির অর্থ সম্পাদক মো. মহিউদ্দিন আহমদ, রসময় মেমোরিয়াল হাই স্কুলের সিনিয়র শিক্ষিকা তাহমিনা পারভীন প্রমূখ। বাশিস সিলেট জেলা মহিলা বিষয়ক সচিব কামরুন নাহার শফিক এর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন বাশিস সিলেট জেলা সাংগঠনিক সম্পাদক ও ছরিপাড়া স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ মুজাম্মিল আলী। আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বøু বার্ড স্কুল এন্ড কলেজ এর ইংরেজী বিভাগের প্রভাষক মো. আবু সাঈদ এবং গীতা পাঠ করেন দি এইডেড হাই স্কুলের সিনিয়র শিক্ষক স্বপন চক্রবর্তী।

Free Online Accounts Software