21 Nov 2017 : Sylhet, Bangladesh :

সিলেট 23 July 2015 রাজনীতি  (পঠিত : 1431) 

পিযুষ কান্তি— দে কে ফুলেল শুভেচ্ছা জানালো মহানগর ছাত্রলীগ

পিযুষ কান্তি— দে কে ফুলেল শুভেচ্ছা
জানালো মহানগর ছাত্রলীগ
     মহানগর ছাত্রলীগের নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক পদে সজল দাস অনিক মনোনীত হওয়াতে পিযুষ কান্তি দে’কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে সিলেট মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দ। গতকাল বৃহস্পতিবার নগরীর মির্জাজাঙ্গাল এলাকায় এ ফুলের শুভেচ্ছা জানানো হয়। শুভেচ্ছাকালে উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রলীগ নেতা আনোয়ারুল হক আলম, নির্মল সিংহ, সুমন সিংহ, শাহনেওয়াজ আলম পলাশ, দেলোয়ার হোসেন, জেলা ছাত্রলীগ নেতা শাকিল আহমদ, তপু দেব, প্রবাল চৌধুরী, সুজন, তপন চৌধুরী, সজীব গাজি রুহেল, সাইফুল আলম, নূর আলম, বিপ্লব প্রষ, মো. পান্না, মনির হোসেন, শেখ লিপন, সাজু আহমদ, বাপ্পা পাল, জাবেদ, মুরাদ, শুভ, আশীষ, রতন, শান্ত—, কেশব, প্রান্ত, মুনিম, জায়েদ, খোকা, পিন্টু, নাহিদ, কুয়েল প্রমুখ।
Free Online Accounts Software