26 Sep 2017 : Sylhet, Bangladesh :

সিলেট 9 July 2015 ব্যবসা-বাণিজ্য  (পঠিত : 20312) 

এবারের ঈদে রূপসী ফ্যাশন হাউজে কিরন মালা

এবারের ঈদে রূপসী ফ্যাশন হাউজে কিরন মালা
     

এবারের ঈদে রূপসী ফ্যাশন হাউজে কিরন মালা
ঈদ মানেই নতুন নতুন পোশাক। একটি দৃষ্টিনন্দন পোশাক ঈদের আনন্দকে যেন বাড়িয়ে দেয় বহুগুণ। আর নানা বয়সী মানুষের ঈদ আনন্দকে হরেক রঙয়ে রাঙিয়ে তুলতে ব্যস্ত সময় কাটছে ফ্যাশন হাউজগুলো। দেশী-বিদেশী নানা পোশাকে জমে উঠেছে এবারের ঈদ বাজার সিলেট নগরীর বিভিন্ন মার্কেট গুরে এমন চিত্র দেখা যায়। তবে দেশী ড্রেসের তুলনায় ফ্যাশন হাউজ গুলোতে বিদেশী ড্রেস অনেক বেশি। নগরীর জিন্দবাজারস্থ আল হামরা শপিং সিটির ৩য় তলায় রূপসী ফ্যাশন হাউজের পরিচালক ওমর মওদুদ জানান, দেশী ড্রেসের তুলনায় তরুনীদের আকর্ষণ বেশী বিদেশী ড্রেসে। তিনি বলেন বাহারী নামে এই সব ড্রেস ক্রয় করতে ভিড় জমতে শুরু হয়েছে রূপসী ফ্যাশন হাউজে।
এসব ড্রেসের মধ্যে রয়েছে কিরন মালা, নাচ বালিয়ে ইত্যাদি। ফ্যাশেন হাউজ গুলোতে দেশী ড্রেসের তুলনায় ইন্ডিয়ান ড্রেসের ছড়া ছড়ি অনেক বেশি।

আরোও ছবি

এবারের ঈদে রূপসী ফ্যাশন হাউজে কিরন মালা এবারের ঈদে রূপসী ফ্যাশন হাউজে কিরন মালা এবারের ঈদে রূপসী ফ্যাশন হাউজে কিরন মালা