21 Jan 2018 : Sylhet, Bangladesh :

সিলেট 30 April 2015 দিবস  (পঠিত : 648) 

মহান মে দিবস পালনের লক্ষে সিলেট জেলা ট্রাক পরিবহন শ্রমিকলীগের সভা

মহান মে দিবস পালনের লক্ষে সিলেট
জেলা ট্রাক পরিবহন শ্রমিকলীগের সভা
     

মহান মে দিবস পালনের লক্ষে সিলেট জেলা ট্রাক পরিবহন শ্রমিকলীগের উদ্যোগে প্রস্তুতি সভা করা হয়েছে। বৃহস্পতিবার দক্ষিণ সুরমার কদমতলীস্থ একটি রেস্টুরেন্টের হল রুমে এই সভাটি অনুষ্ঠিত হয়। জেলা ট্রাক পরিবহন শ্রমিকলীগ সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আলহাজ্ব ছালেহ আহমদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা জাতীয় শ্রমিকলীগের সহ-সভাপতি আব্দুস ছক্তার।
জেলা ট্রাক পরিবহন শ্রমিকলীগ সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক মো. হামিদ আহমদের পরিচারলনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জাতীয় শ্রমিক লীগ সহ-সভাপতি ও হোটেল রেস্তোরা শ্রমিকলীগের সভাপতি আজিজুর রহমান আজিজ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ট্রাক শ্রমিক লীগের মাসুক আহমদ, আনোয়ার আলী, অপূর্ব আচার্য, আফরোজ আলী, কালা মিয়া, জিল্লুর রহমান, রায়হান আহমদ, ফয়সল আহমদ, আব্দুর রব, নজরুল খান, কুটি মিয়া, জাভেদ মিয়া, বেনু নাথ দেব, খলিল মিয়া, বিধান বাবু, আলতা মিয়া, ইকবাল হোসেন নাজিম, শাহেদ, অজয় আচার্য, মশকুর আহমদ প্রমুখ।
মহান মে দিবস উপলক্ষে ১লা মে শুক্রবার বেলা ২ঘটিকায় কদমতলী আল মক্কা রেস্টুরেন্টের সামনে জমায়েত ও আলোচনা সভা শেষে সিলেট জেলা জাতীয় শ্রমিকলীগের শ্রমিক সমাবেশে যোগদান সহ বিভিন্ন কর্মসূচি পালন করবে সিলেট জেলা ট্রাক পরিবহন শ্রমিকলীগ।


Free Online Accounts Software