23 Jan 2018 : Sylhet, Bangladesh :

সিলেট 28 March 2015 সাহিত্য-সংস্কৃতি  (পঠিত : 1449) 

ফসলি যৌবন

ফসলি যৌবন
     

সাঈদ নোমান :
নীরবে এসো নীরবে বসো
দোহাই - কাঁচা শরীর
ডুবায়োনা অথৈ জলে আর,
পারলে ভেজাও পারলে শুকাও
গতরে ডাকলে অসময়ে বান
নষ্ট হবে থোড়ফুটা ক্ষেতে ধান ।
শান্ত হয়ে এসো শান্ত হয়ে বসো
দোহাই - সোনালী শরীর
তান্ডব চালিয়োনা আর,
রক্ত হয়ে ঝরছে দেহে ঘাম
লন্ডভন্ড করোনা ফসলি যৌবন
উজাড় হবে হৃদয়ের মৌ‘বন ।
শীতল হয়ে এসো
সময় নিয়ে বসো
দোহাই - মোমের শরীর
উষ্নতা বাড়ায়োনা আর,
গাঢ় আলিঙ্গন দাবদাহ
নিশ্বাস বিরান করোনা
ভরা গাঙের বুক শুষ্ক দেহ
পাবেনা মৈথুনে সুখ ।


Free Online Accounts Software