20 Sep 2017 : Sylhet, Bangladesh :

সিলেট 25 March 2015 দিবস  (পঠিত : 590) 

স্বাধীনতা দিবসে জেলা ও মহানগর আ’লীগের কর্মসূচী

স্বাধীনতা দিবসে জেলা ও মহানগর আ’লীগের কর্মসূচী
     

আগামীকাল বৃহস্পতিবার ২৬ মার্চ স্বাধীনতা উদযাপন উপলক্ষে যৌথ উদ্যোগে নানা কর্মসূচী গ্রহণ করেছে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ। কর্মসূচীর মধ্যে রয়েছে স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ। এছাড়াও স্বাধীনতা দিবসে সন্ধ্যা সাড়ে ৬টায় ক্বীনব্রীজ সংলগ্ন চাঁদনীঘাট এলাকায় আলোচনা সভা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন দেশের বেতার ও টেলিভিশনের বিখ্যাত শিল্পীরা।
উভয় কর্মসূচীতে যথাসময়ে অংশ নিতে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সকল সদস্য এবং সহযোগী অঙ্গসংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের অনুরোধ জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান এবং সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ। এছাড়াও সিলেট জেলা আওয়ামী লীগের অন্তর্ভূক্ত সকল উপজেলা এবং মহানগর আওয়ামী লীগের আওতাধীন সকল ওয়ার্ড আওয়ামী লীগকে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালনের আহবান জানিয়েছেন।-বিজ্ঞপ্তি


   অন্য পত্রিকার সংবাদ  অভিজ্ঞতা  আইন-অপরাধ  আত্মজীবনি  আলোকিত মুখ  ইসলাম ও জীবন  ঈদ কেনাকাটা  উপন্যাস  এক্সপ্রেস লাইফ স্টাইল  কবিতা  খেলাধুলা  গল্প  ছড়া  দিবস  দূর্ঘটনা  নির্বাচন  প্রকৃতি পরিবেশ  প্রবাস  প্রশাসন  বিবিধ  বিশ্ববিদ্যালয়  ব্যক্তিত্ব  ব্যবসা-বাণিজ্য  মনের জানালা  মিডিয়া ওয়াচ  মুক্তিযুদ্ধ  যে কথা হয়নি বলা  রাজনীতি  শিক্ষা  সমসাময়ীক বিষয়  সমসাময়ীক লেখা  সমৃদ্ধ বাংলাদেশ  সাইক্লিং  সাক্ষাৎকার  সাফল্য  সার্ভিস ক্লাব  সাহিত্য-সংস্কৃতি  সিটি কর্পোরেশন  স্বাস্থ্য  স্মৃতি  হ য ব র ল  হরতাল-অবরোধ