23 Jan 2018 : Sylhet, Bangladesh :

সিলেট 8 March 2015 দিবস  (পঠিত : 930) 

যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক সিলেটের মানববন্ধন

 যৌন হয়রানি
নির্মূলকরণ নেটওয়ার্ক সিলেটের মানববন্ধন
     

যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক সিলেট জেলার উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মার্চ সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এবারের নারী দিবসের শেøাগান ছিল “নারীর ক্ষমাতায়নেই সম্ভব মানবতার পূর্ণ বাস্তবায়ন”। যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক সিলেট জেলার আহবায়ক ফারুক মাহমুদ চৌধুরীর পরিচালনায় উক্ত মানবন্ধনে প্রধান অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগে সহযোগী অধ্যাপক তাহমিনা ইসলাম। মানবন্ধনে আরো উপস্থিত ছিলেন মহিলা পরিষদ সদস্য ও বাংলাদেশ উইমেন্স চেম্বার এন্ড কমার্স এডভাইজার নুরুন নাহার বেবি, সাপ্তাহিক সিলেট সুরমার সম্পাদক হাসিনা বেগম, সিলেট উদিচীর সাধারণ সম্পাদক রিনা কর্মকার, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, সিলেট সুজন প্রতিনিধি আব্দুল মুহিত চৌধুরী, যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক সদস্য মোঃ শাহ আলম, আলী আহসান হাবিব, মোঃ মিজানুর রহমান, ডা. শিহাব উদ্দিন, পিডিবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিÿক খিতিন্দ্র কুমার দাস, সাউথ সুরমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিÿক আব্দুল হক, জেলা ব্র্যাক প্রতিনিধি বিভাষ চন্দ্র তরফদার সহ সুশীল সমাজ মানবাধিকার ও বিভিন্ন এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন।
Free Online Accounts Software