23 Aug 2017 : Sylhet, Bangladesh :

সিলেট 17 January 2015 ব্যবসা-বাণিজ্য  (পঠিত : 873) 

ব্যবসায়ী ভুলন মিয়ার লাশ উদ্ধার

 ব্যবসায়ী ভুলন মিয়ার লাশ উদ্ধার
     

জকিগঞ্জে শুক্রবার উদ্ধারকৃত লাশের পরিচয় পাওয়া গেছে। লাশটি কিশোরগঞ্জের মিঠামইন থানার চারগ্রামের মীর হোসেনের ছেলে ভুলন মিয়ার (৫০)। জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন। ভুলন মিয়ার লাশটি তার ভাই সনাক্ত করেছেন বলেও জানায় পুলিশ।

পুলিশ জানায়- শুক্রবার লাশটি উদ্ধার করার পর সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। খবর পেয়ে ভুলন মিয়ার ভাই হাসপাতালে গিয়ে লাশটি তার ভাইয়ের বলে সনাক্ত করেন। ভুলন মিয়ার ভাই পুলিশকে জানিয়েছেন- ভুলন মিয়া সিলেট নগরীর উপশহরে থাকতেন। সেখানে তার লেপতোষকের ব্যবসা ছিল।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম খান জানান- লাশ উদ্ধারের বিষয়টি তদন্ত চলছে। প্রয়োজনে মিঠামইন থানায় গিয়েও তদন্ত করা হবে।

প্রসঙ্গত, শুক্রবার বেলা দেড়টার দিকে উপজেলার কাজলসার ইউনিয়নের জকিগঞ্জ-আটগ্রাম সড়কের রতনগঞ্জের নীলাম্বরপুর গ্রামের দক্ষিণে ডেওয়ারবন হাওর একটি লাশটি উদ্ধার করা হয়।


   অন্য পত্রিকার সংবাদ  অভিজ্ঞতা  আইন-অপরাধ  আত্মজীবনি  আলোকিত মুখ  ইসলাম ও জীবন  ঈদ কেনাকাটা  উপন্যাস  এক্সপ্রেস লাইফ স্টাইল  কবিতা  খেলাধুলা  গল্প  ছড়া  দিবস  দূর্ঘটনা  নির্বাচন  প্রকৃতি পরিবেশ  প্রবাস  প্রশাসন  বিবিধ  বিশ্ববিদ্যালয়  ব্যক্তিত্ব  ব্যবসা-বাণিজ্য  মনের জানালা  মিডিয়া ওয়াচ  মুক্তিযুদ্ধ  যে কথা হয়নি বলা  রাজনীতি  শিক্ষা  সমসাময়ীক বিষয়  সমসাময়ীক লেখা  সমৃদ্ধ বাংলাদেশ  সাইক্লিং  সাক্ষাৎকার  সাফল্য  সার্ভিস ক্লাব  সাহিত্য-সংস্কৃতি  সিটি কর্পোরেশন  স্বাস্থ্য  স্মৃতি  হ য ব র ল  হরতাল-অবরোধ