22 Aug 2017 : Sylhet, Bangladesh :

সিলেট 7 January 2015 সাহিত্য-সংস্কৃতি  (পঠিত : 3436) 

কিতা খবর ভালানি

কিতা খবর ভালানি
     

নাজমুল ইসলাম মকবুল-
কিতা খবর ভালানি ভাই বাড়ীর হখল ভালানি
ছিলট লইয়া দেশ বিদেশো আমরা করি ফুটানি
ভাই আমরা করি ফুটানি।
ছিলট আমার শাহজালাল আর শাহপরানর মাটি
ওলি আবদাল গউছ কুতুব আর জ্ঞানি গুণির ঘাটি
ছিলটর গ্যাস অনেক জেলায় মিটায় তাদের জালানি।
শিতালংশাহ দুরবীনশাহ আর হাসন রাধা রমন
আবদুল করিমসহ বাউল কবি লেখকগন
ছিলটর সু-নাম ছড়াইলা ইতা খবর রাখইননি।।
ছিলটর ওই প্রবাসীরা লন্ডন আমেরিকা
কষ্ট করি রুজি করিয়া দেশো পাঠাইন টেখা
কমলালেবু আনারস আর চায়ের খবর রাখইননি।।


   অন্য পত্রিকার সংবাদ  অভিজ্ঞতা  আইন-অপরাধ  আত্মজীবনি  আলোকিত মুখ  ইসলাম ও জীবন  ঈদ কেনাকাটা  উপন্যাস  এক্সপ্রেস লাইফ স্টাইল  কবিতা  খেলাধুলা  গল্প  ছড়া  দিবস  দূর্ঘটনা  নির্বাচন  প্রকৃতি পরিবেশ  প্রবাস  প্রশাসন  বিবিধ  বিশ্ববিদ্যালয়  ব্যক্তিত্ব  ব্যবসা-বাণিজ্য  মনের জানালা  মিডিয়া ওয়াচ  মুক্তিযুদ্ধ  যে কথা হয়নি বলা  রাজনীতি  শিক্ষা  সমসাময়ীক বিষয়  সমসাময়ীক লেখা  সমৃদ্ধ বাংলাদেশ  সাইক্লিং  সাক্ষাৎকার  সাফল্য  সার্ভিস ক্লাব  সাহিত্য-সংস্কৃতি  সিটি কর্পোরেশন  স্বাস্থ্য  স্মৃতি  হ য ব র ল  হরতাল-অবরোধ