22 Aug 2017 : Sylhet, Bangladesh :

সিলেট 7 January 2015 রাজনীতি  (পঠিত : 749) 

জকিগঞ্জে বিএনপি-জামায়াতের ২ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, আটক ৬

জকিগঞ্জে বিএনপি-জামায়াতের ২ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, আটক ৬
     

জকিগঞ্জে পুলিশের সাথে বিএনপি জামায়াতের সংঘর্ষের ঘটনায় গতকাল মঙ্গলবার বিএনপি জামায়াতের ৫৪ জনের নাম উল্ল্যেখ করে ও দুই শতাধিক অজ্ঞাত নেতাকর্মীর বিরুদ্ধে সোমবার রাতে জকিগঞ্জ থানার এসআই হুমায়ন আহমদ বাদী হয়ে জকিগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। গ্রেফতার আতংকে বিএনপি জামায়াত নেতাকর্মীরা ঘরছাড়া। নাশকতায় জড়িতদের গ্রেফতার করতে পুলিশী অভিযান জোরদার করা হয়েছে। এদিকে, সোমবার রাতে জকিগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্নস্থান থেকে ৬ জনকে আটক করেছে। আটককৃতরা হলো পাঠানচকের আব্দুল কাদির (২৪), চারিগ্রামের শামীম আহমদ তাপাদার (৪৪), কসকনপুরের আব্দুল মুমিত (৪০), রায়গ্রামের সেলিম আহমদ (২৫), সোনাসারের মুজিবুর রহমান (৫০), সোনাপুরের বাবুল আহমদ (৩৪)। আটককৃতদের গতকাল মঙ্গলবার জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করলে বিজ্ঞ বিচারক তাদেরকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।


   অন্য পত্রিকার সংবাদ  অভিজ্ঞতা  আইন-অপরাধ  আত্মজীবনি  আলোকিত মুখ  ইসলাম ও জীবন  ঈদ কেনাকাটা  উপন্যাস  এক্সপ্রেস লাইফ স্টাইল  কবিতা  খেলাধুলা  গল্প  ছড়া  দিবস  দূর্ঘটনা  নির্বাচন  প্রকৃতি পরিবেশ  প্রবাস  প্রশাসন  বিবিধ  বিশ্ববিদ্যালয়  ব্যক্তিত্ব  ব্যবসা-বাণিজ্য  মনের জানালা  মিডিয়া ওয়াচ  মুক্তিযুদ্ধ  যে কথা হয়নি বলা  রাজনীতি  শিক্ষা  সমসাময়ীক বিষয়  সমসাময়ীক লেখা  সমৃদ্ধ বাংলাদেশ  সাইক্লিং  সাক্ষাৎকার  সাফল্য  সার্ভিস ক্লাব  সাহিত্য-সংস্কৃতি  সিটি কর্পোরেশন  স্বাস্থ্য  স্মৃতি  হ য ব র ল  হরতাল-অবরোধ