20 Aug 2017 : Sylhet, Bangladesh :

মৌলভীবাজার 1 January 2015 বিবিধ  (পঠিত : 2764) 

মৌলভীবাজারে সিএনজি অটো রিক্সা ও জীপ শ্রমিকের মধ্যে সংর্ঘষ \ আহত ১৫ \ ২০টি গাড়ী ভাংচুর

মৌলভীবাজারে সিএনজি অটো রিক্সা ও জীপ শ্রমিকের মধ্যে সংর্ঘষ \ আহত ১৫ \ ২০টি গাড়ী ভাংচুর
     

বিশ্বজিৎ রায়, মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি সিএনজি অটো রিকসা ও জীপ গাড়ীর মধ্যে অভারট্রেকের ঘটনা নিয়ে দুই ড্রাইভারের কথা কাটাকাটির জের ধরে বিকেল থেকে দফায় দফায় উভয় সমিতির মধ্যে সংঘর্ষ চলছে । এ ঘটনায় সন্ধা থেকেই শহরে কয়েক ঘন্টা যান চলাচল রয়েছে বন্ধ ছিল। পরিস্থিতি রয়েছে থমথমে।
সংঘর্ষকারীরা এখন পর্যন্ত একটি জীপ, লাইট্রেস, প্রাইভেট কার ও সিএনজি চালিত অটো রিক্সাসহ প্রায় ২০টি গাড়ী ভাংচুর করেছে। তাদের ইট পাটকেল ও লাঠির আঘাতে যাত্রী ও ড্রাইভারসহ আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। শহর জোড়ে বিরাজ করছে আতংক। ভয়ে ব্যবসায়ীরা বন্ধ করে দিয়েছেন তাদের দোখান পাঠ। বর্তমানে প্রায় সহস্রাধিক সিনএনজি চালিত অটো রিক্সার চালক ও কয়েকশ লাইট্রেস ও কার ও জীপ পরিবহন শ্রমিক ইউনিয়নের চালক লাঠি সোটা হাতে নিয়ে দুই দিকে অবস্থান নিয়ে রয়েছেন। উভয় পক্ষই অপর পক্ষের গাড়ী সামনে পেলে ভাংচুর করছেন। আহতদের বেশ কয়েকজনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।

আরোও ছবি

মৌলভীবাজারে সিএনজি অটো রিক্সা ও জীপ শ্রমিকের মধ্যে সংর্ঘষ \ আহত ১৫ \ ২০টি গাড়ী ভাংচুর মৌলভীবাজারে সিএনজি অটো রিক্সা ও জীপ শ্রমিকের মধ্যে সংর্ঘষ \ আহত ১৫ \ ২০টি গাড়ী ভাংচুর মৌলভীবাজারে সিএনজি অটো রিক্সা ও জীপ শ্রমিকের মধ্যে সংর্ঘষ \ আহত ১৫ \ ২০টি গাড়ী ভাংচুর


   অন্য পত্রিকার সংবাদ  অভিজ্ঞতা  আইন-অপরাধ  আত্মজীবনি  আলোকিত মুখ  ইসলাম ও জীবন  ঈদ কেনাকাটা  উপন্যাস  এক্সপ্রেস লাইফ স্টাইল  কবিতা  খেলাধুলা  গল্প  ছড়া  দিবস  দূর্ঘটনা  নির্বাচন  প্রকৃতি পরিবেশ  প্রবাস  প্রশাসন  বিবিধ  বিশ্ববিদ্যালয়  ব্যক্তিত্ব  ব্যবসা-বাণিজ্য  মনের জানালা  মিডিয়া ওয়াচ  মুক্তিযুদ্ধ  যে কথা হয়নি বলা  রাজনীতি  শিক্ষা  সমসাময়ীক বিষয়  সমসাময়ীক লেখা  সমৃদ্ধ বাংলাদেশ  সাইক্লিং  সাক্ষাৎকার  সাফল্য  সার্ভিস ক্লাব  সাহিত্য-সংস্কৃতি  সিটি কর্পোরেশন  স্বাস্থ্য  স্মৃতি  হ য ব র ল  হরতাল-অবরোধ