22 Aug 2017 : Sylhet, Bangladesh :

সিলেট 20 November 2014 বিশ্ববিদ্যালয়  (পঠিত : 3523) 

অনির্দিষ্ট কালের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষনা

অনির্দিষ্ট কালের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষনা
     

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হল দখল নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় অনির্দিষ্ট কালের জন্য হল বিশ্ববিদ্যালয়ে বন্ধ ঘোষনা করেছেন শাবি কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার মধ্যে ছেলেদের ও আগামী কাল শুক্রবার সকাল ৯ টার মধ্যে মেয়েদের হল ছাড়তে নিদের্শ দেয়া হয়েছে।
উল্লেখ্য আজ সকাল সাড়ে ১০টার দিকে সুমন ও অঞ্জন-উত্তম গ্রুপের ছাত্রলীগ কর্মীরা বিশ্ববিদ্যালয়ের শাহপরান হলে ব্যাপক ভাঙচুর করে। একই সময়ে তাদের পক্ষের লোকজন দ্বিতীয় ছাত্র হলেও ভাঙচুর চালায়। দুই গ্র“পের মধ্যে সংঘর্ষে চলাকালে সুমন নামে এক ছাত্রলীগ কর্মী নিহত ও আত্যান্ত ১৫ জন আহত হন। এ ঘটনার পেক্ষিতে শাবি কর্তৃপক্ষ অনির্দিষ্ট কালের জন্য হল বন্ধ ঘোষনা করেন।

আরোও ছবি

অনির্দিষ্ট কালের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষনা অনির্দিষ্ট কালের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষনা


   অন্য পত্রিকার সংবাদ  অভিজ্ঞতা  আইন-অপরাধ  আত্মজীবনি  আলোকিত মুখ  ইসলাম ও জীবন  ঈদ কেনাকাটা  উপন্যাস  এক্সপ্রেস লাইফ স্টাইল  কবিতা  খেলাধুলা  গল্প  ছড়া  দিবস  দূর্ঘটনা  নির্বাচন  প্রকৃতি পরিবেশ  প্রবাস  প্রশাসন  বিবিধ  বিশ্ববিদ্যালয়  ব্যক্তিত্ব  ব্যবসা-বাণিজ্য  মনের জানালা  মিডিয়া ওয়াচ  মুক্তিযুদ্ধ  যে কথা হয়নি বলা  রাজনীতি  শিক্ষা  সমসাময়ীক বিষয়  সমসাময়ীক লেখা  সমৃদ্ধ বাংলাদেশ  সাইক্লিং  সাক্ষাৎকার  সাফল্য  সার্ভিস ক্লাব  সাহিত্য-সংস্কৃতি  সিটি কর্পোরেশন  স্বাস্থ্য  স্মৃতি  হ য ব র ল  হরতাল-অবরোধ