24 Jan 2018 : Sylhet, Bangladesh :

সিলেট 21 September 2014 শিক্ষা  (পঠিত : 2127) 

তাহফিজুল কুরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসা সিলেট শাখার প্রথম সাফল্য

তাহফিজুল কুরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসা সিলেট শাখার প্রথম সাফল্য
     

বাংলাদেশস্থ সৌদি দুতাবাসের উদ্যোগে আন্তর্জাতিক তাহফিজুল কুর আন প্রতিযোগিতা সিলেটের হোটেল মেট্টো ইন্টার নেশনালে অনুস্টিত হয়। এতে সিলেট বিভাগের প্রায় ৮০ জন প্রতিযোগী অংশগ্রহন করে . অনুস্টান টি দুটি গ্রুপে বিভক্ত ছিল . ১৫ পারা গ্রুপ , ৩০ পারা গ্রুপ। ৩০ পারা গ্রুপে প্রথম স্থান অর্জন করেছে তাহফিজুল কুর আন ওয়াস সুন্নাহ মাদ্রাসার ছাত্র হাফেজ মুহিব্বুল্লাহ মুহসিন এবং তৃতীয় স্থান অর্জন করেছে আসজাদ হুসাইন মাসুদ . ১৫ পারা গ্রুপে যথাক্রমে দিতীয় আবং তৃতীয় স্থান অর্জন করেছে তাহফিজুল কুর আন ওয়াস সুন্নাহ মাদ্রাসার ছাত্র আব্দুল্লাহ আল মাহফুজ ও মাহ মুদুল হাসান মাহদী . আগামি বৃহস্পতিবার ফাইনাল রাউন্ডে অংশগ্রহনের জন্ন তারা ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবে . আমারা সকলের কাছে দোয়া প্রার্থী ,তারা যেন সেখানে ও ভাল পার ফর্মেনস দেখাতে পারে .

আরোও ছবি

তাহফিজুল কুরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসা সিলেট শাখার প্রথম সাফল্য
তাহফিজুল কুরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসা সিলেট শাখার প্রথম সাফল্য
তাহফিজুল কুরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসা সিলেট শাখার প্রথম সাফল্য

Free Online Accounts Software