17 Dec 2017 : Sylhet, Bangladesh :

সিলেট 21 May 2014 বিবিধ  (পঠিত : 2253) 

সায়্যিদ আরশাদ মাদানী জামিয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গায় আসছেন বৃহস্পতিবার

সায়্যিদ আরশাদ মাদানী জামিয়া 
তাওয়াক্কুলিয়া রেঙ্গায়
আসছেন বৃহস্পতিবার
     

জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি ও দারুর উলুম দেওবন্দের মুহাদ্দিস আমা সায়্যিদ আরশাদ মাদানী এক সংক্ষিপ্ত সফরে সিলেট আসছেন বৃহস্পতিবার । তিনি বৃহস্পতিবার বেলা ২ টায় দক্ষিণ সুরমার ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গায় পবিত্র খতমে বুখারী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করবেন। এতে সভাপতিত্ব করবেন, জামিয়ার শায়খে ছানী মাওলানা নজির আহমদ। উক্ত অনুষ্ঠানে যথাসময়ে সকলকে উপস্থিত থাকার জন্য জামিয়ার পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।


Free Online Accounts Software