18 Dec 2017 : Sylhet, Bangladesh :

সিলেট 25 April 2014 আইন-অপরাধ  (পঠিত : 5591) 

গোয়াইনঘাটে দেবরের হাতে দুই ভাবী খুন

গোয়াইনঘাটে  দেবরের হাতে দুই ভাবী খুন
     


মনজুর আহমদ গোয়াইনঘাট থেকে সিলেটের গোয়াইনঘাটে জোড়া খুন‘র ঘটনা ঘটেছে। দেবরের হাতে প্রান গেল দুই ভাবী‘র। গ্রামবাসীর হাতে ঘাতক আটক হয়েছে। শুকবার বেলা ১টার দিকে উপজেলার পান্তুমাইগ্রামে এঘটনা ঘটে। নিহতদ্বয়ের নাম হাসিনা বেগম (৪০), সে পান্তুমাই গ্রামের আজির উদ্দিন‘র স্ত্রী এবং অপরজন মালেকা বেগম (৩৮) সে একইবাড়ীর জমসু মিয়ার স্ত্রী। ঘাতক দেবরের নাম মকন মিয়া (৪৫) সে একই গ্রামের মৃত আসকর আলীর পুত্র। স্থানয় সুত্রে জানাগেছে পিয়াইন নদীর পাড়ে ঐতিহ্যবাহী পান্তুমাই গ্রামে শুক্রবার বেলা ১টার দিকে মর্তা গাছের চারা লাগানো নিয়ে দুই ভাবী ও ঘাতক দেবরের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায় দেবর মকন মিয়া উত্তেজিত হয়ে দুই ভাবীকে দা দিয়ে উপর্যপুরী কুপ দেয়। এতে ঘটনাস্থলেই দুই ভাবী হাসিনা ও মালেকা মৃত‚্যর কুলে ডলে পড়েন। এসময় আশপাশের লোকজন এগিয়ে আসলে ঘাতক মকন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে চৌকুস গ্রামবাসী তাকে আটক করতে সক্ষম হয়। খবর পেয়ে গোয়াইনঘাট থানার সেকেন্ড অফিসার এসআই জামান ও স্থানীয় ইউপি সদস্য মুন্সি মুমিন মেম্বার ঘটনাস্থলে যান। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মুন্সি মুমিন। এরির্পোট লেখা পর্যন্ত লাশ ঘটনাস্থলে রয়েছে। আরও জানাগেছে নিহত দুই মহিলা ঘাতক মকন মিয়ার আপন চাচাত ভাইয়ের স্ত্রী।

আরোও ছবি

গোয়াইনঘাটে  দেবরের হাতে দুই ভাবী খুন
গোয়াইনঘাটে  দেবরের হাতে দুই ভাবী খুন
গোয়াইনঘাটে  দেবরের হাতে দুই ভাবী খুন
গোয়াইনঘাটে  দেবরের হাতে দুই ভাবী খুন
গোয়াইনঘাটে  দেবরের হাতে দুই ভাবী খুন

Free Online Accounts Software