22 Aug 2017 : Sylhet, Bangladesh :

সিলেট 23 October 2013 সাহিত্য-সংস্কৃতি  (পঠিত : 1733) 

চন্দ্রিমা

চন্দ্রিমা
     

জালাল আহমেদ জয়;-

আমার গানে সুরের ছন্দমালা তুমি
আমার পথের প্রানের ছায়া রানী তুমি,
উদাস প্রানে ডুবাও জোছনা তুমি
পাগল প্রেমা-সুরবী বাধনে আমি ।
হাজার রূপের মায়া-ঝরানো উপমা
নজর ঝড়ালে প্রেমায়-আমার চন্দ্রিমা ।

আঁধার আকাশে আলো-খেলার মায়ায়
নীরব বাতাসে উড়ি-রূপের ছায়ায়,
অন্তরে সুভাষ নীল-আকাশের ছোঁয়ায়
যতনে বসন্ত কোকিল-শ্যামার প্রেমায়।
হাজার রূপের মায়া-ঝরানো উপমা
নজর ঝড়ালে প্রেমায়-আমার চন্দ্রিমা ।

বলোনা কতোদুর আর হেটে যাওয়া
সাগর-নদী পেড়িয়ে সুখ নাহি পাওয়া,
টর্নেঢো-ঝড়ে একটু ছায়া খুজা
রাঙ্গানো ঠোটে একটু আদর বোঝা।
হাজার রূপের মায়া-ঝরানো উপমা
নজর ঝড়ালে প্রেমায়-আমার চন্দ্রিমা ।

রচনাকাল -
রাত ৯ টা ২০
২২ অক্টোবর,২০১৩
৭ কার্তিক,১৪২০ ।

জালাল আহমেদ জয়  এর অন্যান্য লিখাঃ

10 December 2016  
যখন বিজয় এলো
  যখন বিজয় এলো

20 November 2016  
শীত ও খোঁজ
  শীত ও খোঁজ

10 November 2016  
এসো আজ
  এসো আজ

27 October 2016  
এসো আজ
  মন হারিয়ে


   অন্য পত্রিকার সংবাদ  অভিজ্ঞতা  আইন-অপরাধ  আত্মজীবনি  আলোকিত মুখ  ইসলাম ও জীবন  ঈদ কেনাকাটা  উপন্যাস  এক্সপ্রেস লাইফ স্টাইল  কবিতা  খেলাধুলা  গল্প  ছড়া  দিবস  দূর্ঘটনা  নির্বাচন  প্রকৃতি পরিবেশ  প্রবাস  প্রশাসন  বিবিধ  বিশ্ববিদ্যালয়  ব্যক্তিত্ব  ব্যবসা-বাণিজ্য  মনের জানালা  মিডিয়া ওয়াচ  মুক্তিযুদ্ধ  যে কথা হয়নি বলা  রাজনীতি  শিক্ষা  সমসাময়ীক বিষয়  সমসাময়ীক লেখা  সমৃদ্ধ বাংলাদেশ  সাইক্লিং  সাক্ষাৎকার  সাফল্য  সার্ভিস ক্লাব  সাহিত্য-সংস্কৃতি  সিটি কর্পোরেশন  স্বাস্থ্য  স্মৃতি  হ য ব র ল  হরতাল-অবরোধ