17 Dec 2017 : Sylhet, Bangladesh :

1 November 2012 সাহিত্য-সংস্কৃতি  (পঠিত : 11249) 

চাঁদনী রাত

চাঁদনী রাত
     

নাঈমা চৌধুরী;--
জ্যোৎস্না ভরা চাঁদনী রাতে
গভীর মনন ও অনুভবে
খুঁজি তোমার স্বপ্নলোকে।
আজ নীরব রাত,
আকাশের ঐ বিশালতায়
পূর্ণিমার চাঁদের আলোয়
মন উঠোনে জেগে ওঠে
ভালোবাসার কলতান।
ইচ্ছে করে তোমায় নিয়ে
লিখি হাজার ও কবিতা
এবং জ্যোৎস্নার গান,
নিস্তব্দ নীরব আকাশে রৌদ্রোজ্জ্বল
জ্যোৎস্নায় ঝকঝক আলোয়
বুক পান্ডুলিপিতে জেগে উঠে একটি গান।
[চাঁদের হাঁসির বাঁধ ভেঁঙ্গেছে উচলে পড়ে আলো
ও রজনী গন্ধা তোমার গন্ধ সদা ঢালো]

নাঈমা চৌধুরী  এর অন্যান্য লিখাঃ


Free Online Accounts Software