22 Jan 2018 : Sylhet, Bangladesh :

সিলেট 20 June 2012 সাহিত্য-সংস্কৃতি  (পঠিত : 7958) 

জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব শুরু

 জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব শুরু
     

সজল ঘোষ:-- শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব বৃহস্পতিবার শুরু হয়েছে। সিলেট মহানগরীর ঐতিহাসিক রিকাবীবাজারস্থ রথযাত্রা উৎসব প্রাঙ্গণে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব সম্পন্ন হয়। শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব উপলক্ষে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইস্কন) সিলেট বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ মাধ্যমে রথযাত্র শুরু করেছে।
এ বছর ইস্কন বিশেষ আকর্ষণ হিসেবে ৩টি ফোল্ডিং রথসহ শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব বর্ণিল উচ্ছ¡াসে পালন করা হয়। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইস্কন) গত ৪ জুন স্নানযাত্রা উৎসবের পর ২১, ২২, ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮ ও ২৯ জুন ১৪ আষাঢ় উল্টো রথযাত্রাসহ এ ৯ দিনের মহোৎসবটি ধর্মীয় ভাবগাম্ভির্য্যরে মধ্য দিয়ে পালন করবে। আজ বৃহস্পতিবার বিকাল ৩ টায় প্রধান অতিথি হিসেবে ইস্কন এর অনুষ্ঠানমালার শুভ সূচনা করেন সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্ত এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সহ সভাপতি ইস্কন বাংলাদেশ ও অধ্য সিলেট এর শ্রীপাদ নবদ্বীপ দ্বিজ গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী। শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব উপল্েয সিলেট মহানগরীর ঐতিহাসিক রিকাবীবাজারের রথযাত্রা উৎসব প্রাঙ্গণকে ঘিরে জমজমাট মেলা বসে। এ মেলায় বাংলাদেশের কৃষি, ঐতিহ্য, সংস্কৃতি ও সাহিত্যের এক মহামিলন ঘটে। সনাতন হিন্দু ধর্মাবলম্বীসহ নানা ধর্মের হাজার হাজার নারী-পুরুষ, যুবক-যুবতী, শিশু-কিশোর ও আবাল-বৃদ্ধ-বণিতার সরগরম পদচারণায় শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসবটি প্রাণের স্নিগ্ধ ছোঁয়ায় ভরে উঠে। শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবে সিলেট মহানগরীর আরোও অনেক দেবালয় হতে ভক্ত অনুরাগীরা জগন্নাথদেবের রথটি হাসিমুখে হরিনাম সংকীর্ত্তণ করে নিয়ে আসেন রথযাত্রা উৎসব প্রাঙ্গণে।
রথযাত্রা উৎসবে যে দেবালয়গুলো অংশ নিবে তা হলো- লামাবাজার মণিপুরী পাড়ার শ্রী শ্রী কৃষ্ণ বলরাম জিউর আখড়া, আম্বরখানা মণিপুরী পাড়ার শ্রী শ্রী জগন্নাথ জিউর আখড়া, শিবগঞ্জ মণিপুরী পাড়ার শ্রী শ্রী রাধাকৃষ্ণ জগন্নাথ মণিপুরী মন্দির, কালীঘাটের শ্রী শ্রী নরসিংহ জিউর আখড়া, মণিপুরী রাজবাড়ীর শ্রী শ্রী মহাপ্রভু মন্দির, নয়াবাজার মণিপুরী পাড়ার শ্রী শ্রী জগন্নাথপুর জিউর আখড়া, নয়াবাজারের শ্রীশ্রী জগন্নাথ জিউর আখড়া, নরসিংটিলা উপরপাড়ার শ্রী শ্রী জগন্নাথ মন্দির, কালীঘাটের শ্রী শ্রী জগন্নাথ জিউর আখড়া, নরসিংটিলা নীচপাড়ার শ্রী শ্রী মহাপ্রভু মন্দির, লালাদিঘীরপার মণিপুরীপাড়ার শ্রী শ্রী মহাপ্রভু মন্দির, সাগরদিঘীরপার মণিপুরী পাড়ার শ্রী শ্রী মহাপ্রভু মন্দির, মাছিমপুরের শ্রী শ্রী গোপীনাথ মন্দির, বড়বাজার মণিপুরী পাড়ার শ্রী শ্রী জগন্নাথ মন্দির, সুবিদবাজার মণিপুরী পাড়ার জগন্নাথ জিউর আখড়া, মির্যা জাঙ্গালের নিম্বার্ক আশ্রম, লামাবাজারের শ্রী শ্রী মহাপ্রভু জিউর আখড়া, দণিগাছের শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির, জিন্দাবাজারের শ্রী শ্রী জগন্নাথ জিউর আখড়া, ইসকন যুগলটিলা ও লামাবাজারস্থ সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটি।

আরোও ছবি

 জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব শুরু
 জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব শুরু
 জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব শুরু
 জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব শুরু
 জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব শুরু
 জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব শুরু
 জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব শুরু
 জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব শুরু
 জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব শুরু
 জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব শুরু
 জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব শুরু
 জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব শুরু
 জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব শুরু
 জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব শুরু
 জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব শুরু
 জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব শুরু
 জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব শুরু
 জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব শুরু
 জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব শুরু
 জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব শুরু
 জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব শুরু

Free Online Accounts Software