৬ জন মাদক সেবনকারীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড

সিলেট এক্সপ্রেস ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমা থানা এলাকা থেকে ৬ জন মাদক সেবনকারীকে আটক করে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল । অভিযানে এসএমপি‘র দক্ষিণ সুরমার ভার্থখলা এলাকা থেকে ১২ গ্রাম গাঁজা, ০১ টি মোবাইল, ০১ সীম কার্ডসহ আটক ৬ মাদক সেবীকে র্যাব এর এএসপি নাহিদ হাসান এর নেতৃত্বে বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল তিনি আটককৃতদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেন।
আটককৃতরা মাদকসেবীরা হলো – ওসমানীনগর থানার লালাবাজার গ্রামের দিপক সূত্র ধর এর পুত্র সুমন সুত্র ধর (২০), মোগলাবাজার বাখোর খলা গ্রামের মৃত আব্দুর ছাত্তার তারাবারের পুত্র মো: জতন (৪০), মোগলবাজার দাউদপুর গ্রামের সামছুল হক এর পুত্র আব্দুল হান্নান (৩৪), কোতয়ালী থানার চাদনীঘাটের ফটিক মিয়ার পুত্র মো: সচীব আহমদ (১৮), দক্ষিণ সুরমা সাউখাই গ্রামের আমির আলীর পুত্র মো: লিটন মিয়া (২৫), দক্ষিণ সুমরা মীরেরচক থানার আজম আলীর পুত্র কামরুল ইসলাম (২৫) কারাদন্ড প্রদান করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, সিলেট এর সমন্বয়ে এসএমপি‘র দক্ষিণ সুরমা থানার মাদক বিরোধী বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন এএসপি নাহিদ হাসান এর নেতৃত্বে ও সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল। অভিযানে এসএমপি‘র দক্ষিণ সুরমা থানাধীন ভার্থখোলা এলাকা থেকে ১২ গ্রাম গাঁজা, ০১ টি মোবাইল, ০১ সীম কার্ডসহ ০৬ জন মাদক সেবীকে আটক করে র্যাব-৯। আটককৃত মাদক সেবীদেরকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করে র্যাব-৯ এর ভ্রাম্যমানা আদালত।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করত সকল মাদকসেবীদেরকে সিলেট জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।