৩ শতাধিক পরিবারের মধ্যে জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের কম্বল বিতরণ

সিলেট এক্সপ্রেস সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্ট-১৬৬৯ এর উদ্যেগে প্রায় ৩ শতাধিক দরিদ্র পরিবারের শীতার্তদের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
১৮ জানুয়ারি সোমবার বিকেল নগরীর জিন্দাবাজারস্থ সংগঠনের কার্যালয়ে আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে বক্তারা সিলেট বন্দরবাজার-চৌহাট্টা সড়কে রিক্সা চলাচল পুনরায় স্বাভাবিক করে দেওয়ার জোর দাবি জানান।
সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি ইয়াছিন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আবু বকর সিদ্দিক এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা শাখার সহ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক দীন ইসলাম, কোষাধ্যক্ষ মিজানুর রহমান মোল্লা, প্রচার সম্পাদক কুরবান আলী, অফিস সম্পাদক বাহার উদ্দিন, কার্যকরী সদস্য লাল মিয়া, আব্দুস ছালাম, মোবারক আলী, আবুল কাসেম, আবুল হোসেন আবুল প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে অসংখ্য শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
বক্তারা বলেন, ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে, দেশ জাতি ও মানুষের কল্যাণে নিঃস্বার্থে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন কাজ করে যাচ্ছে। বিভিন্ন দুর্যোগময় সময়ে এ সংগঠন দরিদ্র বঞ্চিত মানুষের পাশে সহযোগিতা নিয়ে দাঁড়ায়। তারই ধারাবাহিকতায় প্রায় ৩ শতাধিক পরিবারের মধ্যে কম্বল বিতরণ করছে। আগামীতেও মানব সেবামূলক সকল কার্যক্রম সংগঠনের পক্ষ থেকে অব্যাহত থাকবে।