৩০ ডিসেম্বর সিলেটে কালো পতাকা মিছিল করবে বাম জোট

সিলেট এক্সপ্রেস ডেস্ক ৩০ ডিসেম্বর ভোট ডাকাতির ২ বছর উপলক্ষে কালো পতাকা মিছিল করবে বাম গণতান্ত্রিক জোট। মিছিল সফল করতে বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা শাখার উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।
শনিবার (২৬ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় সিটি পয়েন্ট, বন্দর বাজার, জিন্দাবাজার এলাকায় গণসংযোগে নেতৃত্ব দেন সিলেট জেলা বাম গণতান্ত্রিক জোট ও বাসদ সমন্বয়ক আবু জাফর, বাসদ (মার্কসবাদী) জেলা আহ্বায়ক উজ্জল রায়, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) জেলা আহ্বায়ক সিরাজ আহমদ ও সাধারণ সম্পাদক ডা. হরি ধন দাস, সিপিবি নেতা নিরঞ্জন দাস খোকন, বাসদ (মার্কসবসদী) নেতা রেজাউল রহমান রানা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মহানগর আহ্বায়ক সঞ্জয় কান্ত দাশ, ছাত্র ইউনিয়ন সাধারণ সম্পাদক নাবিল এইচ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের বাবলু মিয়া প্রমুখ।
নেতৃবৃন্দ- ৩০ ডিসেম্বর কালো দিবসে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার থেকে বিকাল সাড়ে ৩টায় কালো পতাকা মিছিল বের হয়ে কোর্ট পয়েন্টে সমাবেশ মিছিল হবে, এতে সবাইকে অংশ নেয়ার আহ্বান জানান।