১৪নং ওয়ার্ড সাংগঠনিক থানা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন ও শপথ গ্রহণ অনুষ্ঠান

সিলেট এক্সপ্রেস ডেস্ক: ইসলামী যুব আন্দোলন সিলেট মহানগরের ১৪নং ওয়ার্ড সাংগঠনিক থানা শাখার ২০১৯-২০২১ শেসনের নব নির্বাচিত কমিটির দায়িত্বশীলদের শপথ গ্রহণ অনুষ্ঠান শুক্রবার (৫ জুলাই) বিকাল ৩টায় কালিঘাট ছড়ারপারে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও শপথ বাক্য পাঠ করান ইসলামী যুব আন্দোলন সিলেট জেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ শিহাব উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন সিলেট জেলা শাখার অর্থ সম্পাদক মো. জাকির হোসেন।
ইসলামী যুব আন্দোলন ১৪নং ওয়ার্ড শাখার সভাপতি আনিছুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহীন আলমের পরিচালনায় বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন ১৪নং ওয়ার্ড শাখার সহ সভাপতি মো. আবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক মো. মঞ্জিল আলী, অর্থ সম্পাদক তাজুল ইসলাম, দপ্তর সম্পাদক আনছার আলী।
ইসলামী যুব আন্দোলন ১৪নং ওয়ার্ড শাখার ২০১৯-২০২১ সনের ২১ সদস্য বিশিষ্ট কমিটির দায়িত্বশীলদের মধ্যে শপথ বাক্য করেন- শাখা সভাপতি আনিছুর রহমান, সাধারণ সম্পাদক শাহীন আলম, সহ সভাপতি মো. আবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন, প্রচার সম্পাদক মো. মঞ্জিল আলী, অর্থ সম্পাদক তাজুল ইসলাম, দপ্তর সম্পাদক আনছার আলী, প্রকাশনা সম্পাদক হাছান আহমদ, দাওয়াত ও প্রশিক্ষণ সম্পাদক মাইনুদ্দিন, যুব কল্যাণ ও কর্মসংস্থান সম্পাদক রুবেল, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সজল, সমাজকল্যাণ সম্পাদক রাজিবুল ইসলাম, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক শাহিনুর রহমান, উপ-সম্পাদক নাছির আহমদ, শামীম আহমদ, হুসাইন আহমদ, গোলাপ, সাবু, রবিউল ইসলাম, মাসুম আহমদ।