হাজি আজিজুর রহমান আইডিয়াল স্কুল এন্ড কলেজের র্যালী
প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০১৮
আপডেট : ৩ বছর আগে

সিলেট সদর উপজেলার সুজাতপুর বাছিরপুরস্থ হাজি আজিজুর রহমান আইডিয়াল স্কুল এন্ড কলেজে আন্তজাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভা ও র্যালী অনুষ্টিত। স্কুলের প্রধান শিক্ষক শফিকুল ইসলামের সভাপতিত্বে সহকারি শিক্ষক হোসাইন আহমদের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন প্রতিষ্টানের গভনিং বডির সদস্য ও শাহ ফাউন্ডেশনের ট্রেজারার উবায়দুল হক শাহিন।
বক্তব্য রাখেন মাওলানা রমিজুল ইসলাম, সহকারি শিক্ষিকা রাজিয়া বেগম,সাহেদ আহমদ, অরবিন্দু সরকার, সিহাব উদ্দিন,উবায়দুল হক, ওবায়দুর রহমান,সুমাইয়া বেগম, সুমা বেগম প্রমুখ । ঐ দিন সকালে একটি র্যালী সুনাপুর পশ্চিম দর্শা, মাশুকবাজারের পশ্চিম, সুজাতপুর,বাছিতপুর, মিরেরগাঁও, বাওয়নপুর হয়ে পুনরায় স্কুলে এসে শেষ হয় ।