হবিগঞ্জ-৪ আসনে আ.লীগ প্রার্থী মাহবুব আলী বিজয়ী
প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০১৮
আপডেট : ২ বছর আগে

হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে ৩ লাখ ৬ হাজার ৯শ’ ৫৩ ভোট বেসি পেয়ে বেসরকারিবাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীকের প্রার্থী সাবেক এমপি এডভোকেট মাহবুব আলী। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি জাতীয় ঐক্যফন্টের প্রার্থী খেলাফত মজলিশের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদির পেয়েছেন ৪৫ হাজার ১শ’ ৫১ ভোট।
আসনটিতে মোট ভোটার ৪ লাখ ২৭ হাজার ২শ’৪৮ জন। মোট কেন্দ্র ছিলো ১৭৭টি।
এবার ২য় বারের মতো এমপি নির্বাচিত হলেন তিনি। তবে এখনও আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘাষণা করা হয়নি।
রবিবার রাত ১০টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণার কথা রয়েছে।