হবিগঞ্জে স্কুল ছাত্রীকে বখাটেদের ছুরিকাঘাত
প্রকাশিত : ২৬ জুলাই, ২০১৯
আপডেট : ১ বছর আগে

হবিগঞ্জ শহরে রূপালী নামের এক স্কুল ছাত্রীকে ছুরিকাঘাত করেছে এক বখাটে। বৃহস্পতিবার সকাল ১০টায় স্কুলে আসার পথে ক্যাফে তাজ রেস্তোরা কর্মচারী আল আমিন ছুরিকাঘাতকেরে পালিয়ে যায়। পরে স্কুলের অন্যান্য ছাত্র-ছাত্রীরা রূপালীকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা করায়।
কী কারণে রূপালীকে ছুরিকাঘাত করেছে তা জানা যায়নি।
এ ঘটনার পর সদর মডেল থানার পুলিশ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আল-আমিনকে গ্রেফতার করে। স্কুল ছাত্রীর পিতা হয়ে দুই জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।